Marriage স্বামীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা

একটি বিবাহিত জীবনের চাইতে পবিত্র সম্পর্ক এই পৃথিবীতে আর একটি নেই।তা আমরা সকলেই জানি। এই সুন্দর সম্পর্কটাকে সকলেই চাই একটু আগলে রাখতে বা একটু জত্নে রাখতে। যাতে করে দুজনেই হাতে হাত রেখে বাঁচা যায় সারাটি জীবন।

তাই আপনি যদি বিবাহিত জীবন কিংবা বিবাহিত সম্পর্কটাকে যদি সঠিকভাবে আগলে রাখতে চান। তাহলে একে অন্যের প্রতি ভালোবাসাটা আরো বেশি দরকার। যত্নশীল হতে হবে একে অন্যের প্রতি যা থেকে দুজনের মধ্যে তৈরি হবে একটি আবদ্ধ বন্ধন। যে বন্ধনের মধ্য দিয়ে বাঁচা যায় সারাটি জীবন।

তাই যে সমস্ত কাপলরা নিজেদের সম্পর্কটাকে আরও বেশি মধুর করে তুলতে চান। তাদের জন্য বিশেষ করে আমরা এই আর্টিকেলটি প্রকাশ করেছি। কেননা প্রতিটি বিবাহিত কাপল দেরি প্রতিবছর একটি প্রেমময় ভালবাসার সময় আসে। সে সময় টি কে আমরা সাধারণত বিবাহ বার্ষিকী বলে সম্বোধন করি।

তাই প্রতিটি বিবাহিত কাপল ব্যক্তিরাই তাদের এই বিশেষ দিনটিকে আরো বেশি মধুময় আকর্ষণীয়ভাবে পার করতে চায় নানান রকম ভাবে। যেমন স্বামী স্ত্রী একে অন্যকে বিভিন্ন উপহারের মাধ্যমে। এছাড়াও আরও নানানভাবে তারা চেষ্টা করে থাকে দুজন দুজনকে আনন্দ দেওয়ার।

তবে চাইলে আপনারা একে অন্যকে এই বিবাহ বার্ষিকীতে একটু ভিন্নভাবে খুশি করতে পারেন না সারপ্রাইজ দিতে পারেন। তো আপনাদের হয়তো এখন মনে হচ্ছে ভিন্নভাবে কিভাবে একে অন্যকে বিবাহ বার্ষিকীতে খুশি করা যায়। তাই এই নিয়ে আপনাদেরকে আর কোনরকম চিন্তা আমরা আপনাদের জন্য এই বিশেষ ব্যবস্থাটি করে রেখেছি। যা আপনারা সকলেই আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লেই বুঝতে পারবেন।

সাধারণত আমরা সকলেই যদি একটু লক্ষ্য করে থাকি সেক্ষেত্রে দেখতে পাবো বিবাহ বার্ষিকীতে বেশিরভাগ মানুষেরাই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা খাওয়া-দাওয়া এবং গিফট এর মাধ্যমে এই দিনটিকে উদযাপিত করে তোলে। যা সচরাচর এখন সবখানে দেখা যায়।

তাই এই সমস্ত আইডিয়াগুলো ছাড়াও আপনারা যাতে করে আরো একটি ইউনিক চিন্তাভাবনা দিয়ে আপনাদের বিবাহ বার্ষিকীর দিনটি উদযাপন করতে পারেন। সেজন্যই আমরা এই আর্টিকেলে প্রকাশ করেছি বেশ কিছু শুভেচ্ছা বার্তা। বা বলা যায় শুভেচ্ছার উক্তি।

  1. আজ থেকে অনেক বছর পর এই ছোট্ট মেসেজটার হয়তো আর অস্তিত্বও থাকবে না। শুধু থাকবে আমাদের ভালবাসা, আজকের মতই। শুভ বিবাহ বার্ষিকী।
  2. যেদিন থেকে আমরা একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, সেই দিন থেকে আমাদের একার আর কিছু নেই। সব কিছু দুজনের। শুভ বিবাহবার্ষিকী।
  3. জীবনের আমায় দেওয়া সবচেয়ে ভাল উপহার হল, তোমার স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ। সেই মুহূর্তটার আজ বছর সম্পূর্ণ হল। শুভ বিবাহ বার্ষিকী।
  4. শুভ হোক সব কিছু। শুভ হোক আগামী। তুমি ঠিক এভাবেই আমার পাশে থেকো। আমিও থাকব তোমার পাশে।
  5. আদরে, আহ্লাদে, আবদারে ঠিক এমনই ছেলেমানুষ থাক আজীবন। শুভ বিবাহবার্ষিকী।
  6. আবার একবার মনে করিয়ে দিচ্ছি, মালাবদল করেছিলাম আজকের দিনেই। উফ…, সে কি প্রেম! শুভ বিবাহ বার্ষিকী।
  7. শুভ বিবাহবার্ষিকী। মেসেজ তো সকালেই পাঠিয়ে দিলাম (Marriage Anniversary Wishes In Bengali)। এবার কিন্তু তোমার গিফট দেওয়ার পালা। সেটা ভুলে যেও না।
  8. আমি কিন্তু আগে উইশ করেছি, শুভ বিবাহবার্ষিকী। এবার আমার কি পাওনা বল?
  9. এবার কিন্তু বেড়াতে যাব আমরা। শহরের বাইরে কোথাও সেলিব্রেট করব আমাদের স্পেশ্যাল দিন। একে অপরকে বলে উঠব, শুভ বিবাহবার্ষিকী।
  10.  ঝগড়া যেমন চলছে, তেমনই চলুক। আরও এক বছর ঝগড়ার বয়স বাড়ল। শুভ বিবাহবার্ষিকী।

আমরা এই আর্টিকেলে বেশ কিছু বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা উক্তি প্রকাশ করেছি। যে উক্তিগুলো সাধারণত একটি বিবাহিত সম্পর্কের জড়িত দুজনের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই উক্তিগুলো আপনারা একে অন্যকে সেই বিশেষ দিনটিতে জানাতে পারেন এসএমএসের মাধ্যমে। কিংবা একটি চিঠির মাধ্যমে।যা থেকে আপনাদের সেই মুহূর্তটা আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।

বিশেষ করে আমরা এই আর্টিকেলটিতে যেই উক্তিগুলো প্রকাশ করেছি এই বিবাহ বার্ষিকীর উক্তিগুলো প্রতিটা স্ত্রী তার স্বামীদেরকে জানাতে পারবে। এছাড়াও স্বামীরা স্ত্রীর কে জানাতে পারবে এমন অনেক উক্তি রয়েছে। সেগুলো আমরা নিচে প্রকাশ করতে চলেছি।

প্রতিটা স্ত্রী তাদের স্বামীদেরকে এই সমস্ত বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা গুলো খুব সহজেই জানাতে পারবে। যা থেকে হয়তো প্রতিটি স্বামীরাই সেই মুহূর্তটাকে অন্যভাবে অনুভব করতে পারবে । এবং তাদের দুজনের মধ্যে একটি অন্যরকম ভালোবাসার জন্ম নেবে আবার নতুন সাজে।

স্বামী-স্ত্রীর উভয় উভয়কে পাঠানোর জন্য বিবাহের বার্ষিক শুভেচ্ছা

  1. “এই বিশেষ দিনে, আমি মৃত্যু পর্যন্ত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এবং প্রার্থনা করি যে আমি আমার কাঁধে আপনার কাঁধে রাখতে পারি, হাতে হাত রেখে।”
  2. “আমার জীবনের সবচেয়ে স্মার্ট জিনিসটি হল তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া। ”
    “একটি নতুন অধ্যায়ের প্রথম দিন আপনাকে শুভেচ্ছা জানাই। “
  3. “তুমি এখনও আমার প্রিয় মুখ. “
  4. “আমরা আমাদের জীবনটা শুরু করেছিলাম অপরিচিত হয়ে…কিন্তু এখন ধীরে ধীরে তুমি আমার জীবনের একটা অংশ হয়ে গেছো…আজ তোমাকে ছাড়া জীবন অসম্ভব…আমার সারাজীবন এভাবেই হাত ধরে থাকো।”
  5. “আপনাকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আরো অনেক দিন একসাথে থাকতে চাই। আমি ভালোবাসতে চাই, ভালোবাসতে চাই। “
  6. “যেহেতু আমরা একসাথে সকল সমস্যা সমাধানের জন্য এগিয়ে যাই, যেমন আমরা চিরতরে এগিয়ে যাই… শুভ বিবাহ বার্ষিকী”
  7. “আজ থেকে [আট] বছর আগে, আপনি আমাকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ বানিয়েছিলেন। এবং আমি এখনও মনে করি আমি সবচেয়ে ভাগ্যবান। “
  8. “আমি ভালোবাসি যে প্রতিদিন আমি এখনও আপনার সম্পর্কে নতুন জিনিস আবিষ্কার করছি। “
  9. “এটি একটি কঠিন বছর হয়েছে, কিন্তু আমাদের ভালবাসা আরও কঠিন। এটা সব মাধ্যমে এত শক্তিশালী থাকার জন্য ধন্যবাদ. এখানে আমাদের…এবং সামনের একটি উজ্জ্বল বছরের জন্য। “
  10. “ভালোবাসা যদিও আমার মাঝে মাঝে এটি দেখানোর একটি মজার উপায় আছে। “
  11. “আমার ভাল-ইন-এভরি-ওয়ে অর্ধেককে শুভ বার্ষিকী। সিরিয়াসলি, আপনি আশ্চর্যজনক. “

তবে মেয়েরা এই সমস্ত বিষয়গুলোতে এক ধাপ এগিয়ে। কেননা মেয়েরা ছেলেদের চাইতে একটু বেশি চঞ্চল তারা সবসময়ই চেষ্টা করে থাকে নিজেদের স্বামীর মন জয় করে থাকতে। স্বামীর ভালোবাসা পেতে কিংবা সাপের মন জয় করতে স্ত্রীরা অনেক রকম কার্যকলাপ করে থাকে যেগুলো সাধারণত তাদের ভবিষ্যৎ ভালোবাসা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তাই আমরা এই আর্টিকেলে আপনাদের যে আইডিয়াটা দিয়েছি বা যে সমস্ত বিবাহ বার্ষিকীর উক্তিগুলো প্রকাশ করেছি। এই উক্তিগুলোও তারা নিজেদের স্বামীদের কোনরকম ঝামেলা ছাড়াই জানাতে পারবে বলে আমি মনে করি। তবে এসএমএস কিংবা চিঠির মাধ্যমেই নয় আপনারা চাইলেই আপনারা নিজেদের মনের মতো করে এই বিবাহ বার্ষিকীর উক্তিগুলো জানাতে পারেন আপনার ভালবাসার মানুষকে।

তাই আপনি যদি এই সমস্ত উক্তিগুলোর মাধ্যমে আপনার প্রিয়জনকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা জানাতে চান। সেক্ষেত্রে আমাদের এই আর্টিকেলে প্রকাশিত উক্তিগুলো ভালোভাবে জেনে রাখুন প্রয়োজনে নোট করে রাখুন। যাতে সঠিক সময়ে মনে করতে পারেন এবং বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাতে পারেন।