তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থসহ

আজ 2 এপ্রিল 2022 তারিক পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে বলে নিশ্চয়তা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন। যার কারনে আপনারা নির্দ্বিধায় জানতে পারছে যে আগামী 3 এপ্রিল প্রথম রমজান পালন করতে হবে। ইসলামী শরিয়া অনুযায়ী রমজান মাসের চাঁদ দেখা গেলেই উক্ত দিন থেকে তারাবির নামাজ পড়া শুরু করতে হয়।

তারাবির নামাজ আমাদের মুসলমানদের জন্য সুন্নাত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নামাজ পড়ার জন্য মুসলমানদের জোর তাগিদ দিয়েছিলেন। রমজান মাসে একজন মুমিন বান্দা হিসেবে আপনি অবশ্যই চাইবেন তারাবির নামাজ আদায় করতে।

তবে তারাবির নামাজ আদায় করার ক্ষেত্রে আপনাকে এই নামাজের নিয়ম ও মোনাজাত সম্পর্কে জানা অত্যন্ত জরুরী। কেননা ভুল নিয়মে নামাজ আদায় করলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আজকের আলোচনায় আমরা আপনাদের দেখাব তারাবির নামাজের মোনাজাত আরবিতে লেখা রয়েছে আমরা তা অভিজ্ঞ হাফেজ বাংলা অর্থসহ এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি।

তারাবির নামাজের মোনাজাত আরবি লেখা

তারাবিহ নামাজ চার চার রাকাআতে আদায় করে অনেকেই দোয়া পড়ার পর মুনাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে রোনাজারি করে থাকে। আবার অনেকেই রয়েছে যারা তারাবির নামাজ শেষ হওয়ার পর একবার মোনাজাত করে থাকেন।

তারাবির নামাজের মোনাজাত করার বহুল প্রচলিত একটি অংশে রয়েছে যা আমরা এখানে আরবিতে লেখা প্রদান করলাম আমরা আশা করবো আপনি তা এখান থেকে পড়তে পারবেন পাশাপাশি আপনার সুবিধার্থে আরবি লেখার বাংলা উচ্চারণ প্রদান করেছে।

Screenshot-2022-03-21-at-7-47-45-AM

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা ওয়া নাউ’জুবিকা মিনান নারি , ইয়া খালিক্বাল জান্নাতা ওয়ান নারি, বিরাহমাতিকা ইয়া আযিযু, ইয়া গাফ্ফারু, ইয়া কারিমু, ইয়া সাত্তারূ, ইয়া রাহিমু, ইয়া ঝাব্বারূ, ইয়া খালিক্বু, ইয়া বাররূ; আল্লাহুম্মা আযিরনা মিনান নারি; ইয়া মুঝিরূ, ইয়া মুঝিরূ, ইয়া মুঝির। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

নিয়তসহ তারাবির নামাজের নিয়ম

তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থসহ

শুরু হয়েছে বরকতের মাস মাহে রমজান ইসলামী শরিয়া অনুসারে রমজান মাসের চাঁদ দেখার উপর ভিত্তি করে তারাবির নামাজ পড়া শুরু হয়। আপনি যদি তারাবির নামাজ সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন তাহলে আপনার জন্য খুশির খবর হল তারাবির নামাজ পড়ার সময় যে মোনাজাত করা হয় তা আমরা এখানে বাংলা অর্থ সহ বিস্তারিত আলোচনা করেছি।

কুরআন মাজীদ ও হাদিসের বেশ কিছু আয়াতের ভিত্তিতে তারাবির নামাজের মোনাজাত করা হয়ে থাকে। আমরা তা নিচের অংশে আরবি উচ্চারণ প্রকাশ করেছে এখন এই অংশে বাংলা অর্থসহ তা প্রদান করলাম।

তারাবির নামাজের মোনাজাত এ যে দোয়া পাঠ করা হয় তা সাধারণত একজন মুমিন বান্দা হিসেবে আপনি জান্নাতের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে আকুতি করেন এবং অন্যদিকে জাহান্নাম থেকে জান্নাতে ফিরে আসার জন্য আকুল আবেদন জানানো হয়। তাই রমজান মাসে তারাবির নামাজের চার রাকাত অন্তর আপনি মোনাজাত করবেন এবং এ দোয়া পড়বেন তাহলে আল্লাহ আপনাকে অনেক সওয়াব দিবেন।

আপনাদের জন্য আমরা তারাবির নামাজের মোনাজাত প্রতিটি আয়াতের বাংলা অর্থসহ এখানে প্রদান করেছি। আশা করবো আপনি তা বাংলা অর্থসহ করবেন কেননা বাংলা অর্থসহ আরবি পড়লে আপনি তার সঠিক যথার্থতা বুঝতে পারবেন অর্থাৎ আল্লাহতালা উক্ত আয়াত দিয়ে কি বোঝাতে চেয়েছেন তা আপনি নিজের ভাষায় বুঝতে পারবেন এবং সে অনুযায়ী আমল করতে পারবেন।

আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ‘উযু বিকা মিনান্নার

অর্থ: হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই।