অযু করা প্রতিটি মানুষের জন্য একটি ইবাদত। মুসলমানদের জন্য যে সমস্ত ইবাদত গুলো রয়েছে সেই প্রতিটি ইবাদতের পূর্বেই অযু করা ফরজ। কেননা আমরা সকলেই জানি অজু ছাড়া কোন এবাদত হয় না।
তাই আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন। এবং আপনার সমস্ত এবাদত সঠিকভাবে পালন করতে চান। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এবাদতের পূর্বেই অজু করে নিতে হবে। তবে ওযু করতে হলেও আপনাকে মানতে হবে তার সঠিক নিয়ম। যে নিয়ম অনুযায়ী সাধারণত ওযু করতে হয়।
এবং অজুর জন্য রয়েছে একটি নির্দিষ্ট দোয়া যে দোয়াটি পড়ে প্রতিটি মুসলমানকে ওযু করতে হয়। তাই আজকে আমরা এই আর্টিকেলটি সাজিয়েছি শুধুমাত্র ওযু সংক্রান্ত সকল তথ্য নিয়ে। যেমন অনেকেই ওযুর সঠিক নিয়ম এবং সঠিক দোয়া সম্পর্কে জানেন না। যার কারনে তারা সঠিক পদ্ধতিতে ওযু করতে পারছে না।
তাই যে সমস্ত মুসলমানরা অজুর সঠিক নিয়ম এবং দোয়া সম্পর্কে জানেনা তাদের উদ্দেশ্যেই এর আর্টিকেলটি প্রকাশ করা হয়েছে। প্রতিটি মুসলমান ব্যক্তিই আমাদের এই আর্টিকেল থেকে জেনে নিতে পারবে অজুর সঠিক দোয়া যে দোয়াটি পড়ে সাধারণত ওযু করা হয়ে থাকে।
তাই আপনিও যদি ওজুর সঠিক দোয়া এবং নিয়ম সম্পর্কে না জেনে থাকেন। সেক্ষেত্রে আমাদের এই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। যা থেকে আপনি জেনে নিতে পারবেন প্রচুর সঠিক দোয়া এবং নিয়ম।
ওযুর দোয়া ও নিয়ত
অযু হলো পাক পবিত্র থাকার একমাত্র সঠিক মাধ্যম। আপনি যদি অজু করে থাকেন। সেক্ষেত্রে আপনি একেবারে পবিত্র হয়ে থাকতে পারবেন। এবং অজু করে পাক পবিত্র হওয়ার পরেই আপনি যেকোনো এবাদত করতে পারবেন। কেননা পবিত্রতা ছাড়া কখনোই কোন রকমের এবাদত কবুল হয় না। তাই অবশ্যই এবাদতের পূর্বে সকলে অজু করে নেবেন।
এছাড়াও আপনি যদি সব সময় ওযু করে থাকেন। সেক্ষেত্রে আপনি নবীজির সুন্নাহ পালন করতে পারবেন। কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ওযু অবস্থায় থাকতেন। তাই তারই প্রেক্ষিতে প্রতিটি মুসলমান রাও সব সময় ওযু অবস্থায় থেকে অনেক সওয়াব অর্জন করতে পারবেন।
তাই পবিত্র থাকতে এবং সুন্নাহ পালন করতে প্রতিটি মুসলমানের উচিত সঠিক পদ্ধতিতে এবং সঠিক দোয়া পড়ে ওযু করা। তা জেনে নিন ওযু করতে হলে কি কি করতে হবে বা ওযুর সঠিক নিয়ম গুলো কি কি।
১. ওযুর প্রথমে আপনাকে নিয়ত করে নিতে হবে।
২. এবং অবশ্যই নিয়ত শেষে বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে।
৩. দুই হাতের প্রতিটি আঙ্গুল ভালোভাবে খেয়াল করতে হবে।
৪. দুইটি হাত একেবারে কবজী পর্যন্ত ধুতে হবে।
৫. মেসওয়াক করা বা দাঁতন ব্যবহার করে দাঁত মাজা।
৬. ভালোভাবে তিনবার কুলি করা।
৭. তিনবার নাকের ভেতরে পানি দিয়ে ধুতে হবে।
৮. পুরো মুখমণ্ডল তিনবার পানি দিয়ে ধুতে হবে।
৯. পুরো মাথা হাতে পানি নিয়ে মাসেহ করা।
১০. দুই পায়ে টাকলু পর্যন্ত ভালোভাবে ধুতে হবে।
১১.দুই পায়ের আঙ্গুলগুলো ভালোভাবে খিলান করে নিতে হবে।
১২. এ সমস্ত বিষয়গুলো বজায় রেখে ওযু সম্পন্ন করতে হবে।
তো আপনার হয়তো সকলেই হুজুর সমস্ত নিয়ম-কানুন গুলো সম্পর্কে জানতে পেরেছেন। তাই পরবর্তী থেকে আপনাদের অবশ্যই এ সমস্ত পদ্ধতি গুলো মেনে ওযু করতে হবে। কেননা আপনারা যদি এই সমস্ত বিষয়গুলো ব্যতীত অজু করে থাকেন। তবে আপনাদের ওযু সঠিকভাবে হবে না এবং সঠিকভাবে অজু না হলে আপনারা এবাদত ও সঠিকভাবে কবুল হবে না।
> অজুর শুরুতে ‘বিসমিল্লাহ’ বলা-
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْم
উচ্চারণ : ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’
অর্থ : পরম করুনাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
> অজু করার সময় এ দোয়াটি পড়তে থাকা-
اَللَّخُمَّ اغْفِرْلِىْ ذَنْبِى وَ وَسِّعْلِىْ فِىْ دَارِىْ وَبَارِكْ لِىْ فِىْ رِزْقِىْ
উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি জামবি, ওয়া ওয়াসসিলি ফি দারি, ওয়া বারিক লি ফি রিযক্বি। (নাসাঈ)
অর্থ : ‘হে আল্লাহ! আমার গোনাহ মাফ করে দাও। আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দাও। এবং আমার রিযিক্বে বরকত দিয়ে দাও।’
> অতপর এ দোয়াটি পড়া-
اللَّهُمَّ اجْعَلْنِي مِنْ التَّوَّابِينَ ، وَاجْعَلْنِي مِنْ الْمُتَطَهِّرِينَ
উচ্চারণ : ‘আল্লাহুম্মাঝআলনি মিনাত তাউয়্যাবিনা ওয়াঝআলনি মিনাল মুতাত্বাহ্হিরিন।’
অর্থ : ‘হে আল্লাহ! আমাকে তওবাকারীদের অন্তর্ভূক্ত করুন এবং পবিত্রতা অবলম্বনকারীদের মধ্যে শামিল করে নিন।’ (তিরমিজি, মিশকাত)
তাই অবশ্যই আপনি যদি আপনার সমস্ত এবাদতগুলোকে কাজে লাগাতে চান বা সঠিকভাবে করতে চান। সেক্ষেত্রে আপনাকে প্রথমে সঠিক পদ্ধতিতে এবং সঠিক দোয়া পড়ে অজু করতে হবে। কেননা এবাদতের শুরুই অজু থেকে। তাই আপনি যদি সঠিক পদ্ধতিতে ওযু করে থাকে সেক্ষেত্রে আপনার এবাদত সঠিকভাবে হবে।
তো আপনারা ইতোমধ্যে ওযুর নিয়ম এবং দোয়া সম্পর্কে জানতে পারলেন। তাই অজু সম্পর্কিত আরো কোন রকমের তথ্য যদি আপনাদের অজানা থেকে থাকে। সে ক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। আমরা ওযু সংক্রান্ত এবং ইসলামের নানান বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে বেশ ধারণা দিয়ে থাকি। যেগুলোর সম্পর্কে জানতে আপনি কি অবশ্যই ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটে।