টাম পেপার কিভাবে তৈরি করতে হয় অনেক শিক্ষার্থী তা জানে না। জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক করছে টাম পেপার/মৌখিক পরীক্ষা/ও মাঠ কর্ম পরীক্ষায় উল্লেখ রয়েছে। তবে অনেক শিক্ষার্থী রয়েছে কিভাবে টাম পেপার লিখতে হয় সেই বিষয়ে তারা কিছুই জানে না। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জানিয়ে দেবো কিভাবে টাম পেপার লিখতে হয়। যাতে করে শিক্ষার্থীরা নিজেরাই টাম পেপার লিখতে পারে।
টাম পেপার কিভাবে তৈরি করতে হয়
শিক্ষার্থী বন্ধুরা টার্ম পেপার তৈরি করতে হলে আমাদের কিছু নীতিমালা প্রয়োগ করতে হবে। আসলে সেই নীতিমালা অনুসারে টার্ম পেপার তৈরি করলে টার্ম পেপার তৈরির ক্ষেত্রে কোন সমস্যা হবে না। শিক্ষার্থী বন্ধুদের সুবিধার জন্য আমরা কয়েকটি টার্ম পেপার নীতিমালা তৈরি সম্পর্কে আলোচনা করেছি। সাধারণত অনার্স দ্বিতীয় বর্ষ/অনার্স চতুর্থ বর্ষ/ মাস্টার্স শেষ বর্ষ এইসব করছে বা এইসব করছে শিক্ষার্থীদের টাম পেপার দেওয়া হয় আপনাদের সুবিধার্থে আমাদের নীতিমালা হলো নিচে প্রেরণ করছি
জাতীয় বিশ্ববিদ্যালয় টার্ম পেপার লেখার নীতিমালা:
১. A4 সাইজের সাদা কাগজের এক পৃষ্ঠা লিখতে হবে।
২. টার্ম পেপারের ওপর আকর্ষণীয় কাভার থাকতে হবে।
৩. কমপক্ষে ৩০০০ শব্দের লেখা হতে হবে, কমপক্ষে ২৫ থেকে ৩৫ পৃষ্ঠা লিখতে হবে, আপনি যদি টাম পেপারে ভালো নাম্বার পেতে চান।
৪. কলেজ ভেদে টার্ম পেপার অনেক সময় কম্পিউটারে কম্পোজ বা হাতে লিখার কথা বলে, এর জন্য টার্ম পেপারটি তৈরি করার আগে ডিপার্টমেন্ট স্যারদের সাথে পরামর্শ করে আপনি টাম পেপারটি তৈরি করবেন। তবে টার্ম পেপারটি হাতে লেখাই উত্তম একটি পন্থা।
৫. টাম পেপারটির জন্য একটি শিক্ষার্থীর ৫০ নাম্বার। তাই এটি খুব সতর্কতা ও গুরুত্ব সহকারে দেখতে হবে।
৬. টাম পেপারটি লেখার সময় পরিষ্কারভাবে লিখতে হবে জেন শিক্ষকরা খুব সহজেই আপনার লেখাটি পড়ে বুঝতে পারে।
টাম পেপারের ওপর যা লিখতে হবে
টাম পেপার তৈরি করার আগে শিক্ষার্থীদের কিছু বিষয় টাম পেপারের উপরে উল্লেখ করতে হবে। আপনারা টার্ম পেপারের ওপর কি কি বিষয় উল্লেখ করবেন আপনাদের সুবিধার জন্য তা আমরা তুলে ধরছি।
১. লেখক এর কথা।
২. সূচিপত্র।
৩. কৃতজ্ঞতা স্বীকার।
৪. তত্ত্বাবধায়কের কথা।
৫. রেফারেন্স বা তথ্যসূত্র।
৬. সারসংক্ষেপ।
৭. বিষয়ের বিবরণ ও আলোচনা।( কমপক্ষে আট থেকে দশটি পয়েন্ট)
৮. এবং সর্বশেষ উপসংহার দিয়ে শেষ করতে হবে।
টার্ম পেপারের PDF ডাউনলোড
টার্ম পেপারটি কারো কাছ থেকে লিখে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত। তাই শিক্ষার্থীদের বলছি আপনারা কেউ টাম পেপারটি কারো কাছ থেকে তৈরি করবেন না। নিজের সৃজনশীলতা ও মেধাকে কাজে লাগিয়ে, এটি নিজে তৈরি করতে পারলে অনেক কিছু শেখার আছে, হ্যাঁ আপনি একটি বিষয় করতে পারেন আপনার কোন সমস্যা হলে আপনি ইন্টারনেটের মাধ্যমে যে বিষয়গুলো বুঝতে পারবেন না সেগুলো দেখে নিতে পারবেন।
শিক্ষার্থীদের একটি বিষয় অবশ্যই মাথাই রাখতে হবে কারও টার্ম পেপার দেখে হুবহু কপি করা যাবে না।এছাড়া যারা টাম পেপারটি তৈরি করে ফেলবে আপনি তাদের কাছ থেকেও কিছু পরামর্শ নিতে পারেন। তাছাড়া আপনি আপনার ডিপার্টমেন্ট স্যারদের সঙ্গে পরামর্শ করে বা কোন সমস্যা হলে সে বিষয়গুলো তাদের কাছে প্রকাশ করবেন অবশ্যই তারা আপনাকে সাহায্য করবে। কিন্তু টার্ম পেপারটি নিজে করাটাই উত্তম।
তবে আমাদের এই ওয়েবসাইটে আপনাদের সুবিধার জন্য কিভাবে টাম পেপার তৈরি করতে হবে সেটা পিডিএফ ফাইল আকারে ছবি দিয়ে দিয়েছি। আপনারা পিডিএফ ফাইল আকারে ছবিটি ডাউনলোড করে যেখানে বুঝতে পারবেন না সেই বিষয়গুলো দেখে নিতে পারবেন।
শিক্ষার্থীদের সুবিধার জন্য কিভাবে টার্ম পেপার তৈরি করতে হয় আমরা আমাদের এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম। আপনারা যারা টাম পেপার কিভাবে লিখব বুঝতে পারছেন না তারা আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আপনি আমাদের আর্টিকেলটি পড়লে টার্ম পেপার কিভাবে লিখবেন তা অনেকটাই সহজ হয়ে যাবে আপনার কাছে। তাছাড়া শিক্ষা বিষয়ক যেকোনো তথ্য জানার থাকলে আপনি আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। আশা করি আপনি সঠিক তথ্যটি পেয়ে যাবেন।