Admission

একাদশ শ্রেণীর ভর্তি ফরম ফিলাপ ২০২২ | HSC ফরম ফিলাপ করার নিয়ম

প্রিয় পাঠক বৃন্দ যারা একাদশ শ্রেণীর ভর্তি ফরম নিয়ে চিন্তিত তাদের উদ্দেশ্যে আমরা এই আর্টিকেলটি সিলেক্ট করেছি। এই আর্টিকেলটির মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব ,কিভাবে একাদশ শ্রেণীর ভর্তি ফরম পূরণ খুব সহজেই করা যায়।

২০২১২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য, সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে আবেদনটি ফাইনাল করতে হবে। আগামী ১৫ই জানুয়ারি ২০২২ পর্যন্ত প্রথম ধাপের অনলাইনের আবেদন ফরমটি পূরণ করা যাবে। তিনটি ধাপে চলবে এই আবেদন ফরমের কার্যক্রম। যারা প্রথম ধাপে সিলেক্ট হয়নি, তাদের জন্য দ্বিতীয় ধাপটি তে সুযোগ রয়েছে আবেদন করার। দ্বিতীয় ধাপেও যদি না হয় তবে চিন্তার কোন কারণ নেই, তৃতীয় ধাপে কোথাও না কোথাও ভর্তি হতে পারবেন।

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন:

২০২১২২ শিক্ষাবর্ষে অনলাইন এর মাধ্যমে একাদশ শ্রেণীতে যেভাবে আবেদন ফরমটি পূরণ করতে পারবেন। আবেদনকারী কে টেলিটক/ বিকাশ /নগদ/ শিওর ক্যাশ/ সোনালী ব্যাংক ও রকেটের মাধ্যমে আবেদন ফ্রি জমা দিতে হবে। আবেদন ফ্রি হলো ১৫০ টাকা। জমা দেয়ার পর আবেদনকারীকে নির্ধারিত ওয়েবসাইটে www.xiclassadmission.gov.bd  গিয়ে এপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে আবেদন ফরমটি পূরণ করতে হবে।

২০০১২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির আবেদন ফরম পূরণ করবেন যেভাবে:

দ্বিতীয় ধাপে একাদশ শ্রেণির ভর্তির আবেদন ফরম করার জন্য আপনার কাছে প্রয়োজনীয় জিনিস একটি স্মার্টফোন নয়তো একটি কম্পিউটার, আপনি যদি ফর্মটি পূরণ করতে না পারেন যেকোনো অনলাইন দোকানে পূরণ করতে পারেন। অনলাইনে ফরমটি পূরণ করতে হলে আপনাকে একাদশ শ্রেণির নিজস্ব ওয়েব সাইটে ঢুকতে হবে। ওয়েবসাইটটি হল www.xiclassadmission.gov.bd এই লিংকে প্রবেশ করতে হবে। এরপর আপনাকে এপ্লাই নাও এই লেখাতে ক্লিক করতে হবে। তার পরেই একটি পেজ দেখতে পারবেন। আর পেজেই কিছু নির্দেশনা থাকবে ওগুলো সঠিকভাবে পূরণ করুন যেমন আপনার এসএসসি পরীক্ষার রোল নং, আপনার এসএসসির শিক্ষা বোর্ড, আপনার এসএসসি পাসের সন, আপনার এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এরপর একটি ক্যাপচা কোড দেখতে পাবেন, ক্যাপচা কোডের সংখ্যাটি বাক্সে সঠিকভাবে বসান, তারপরে নেক্সট বাটনে ক্লিক করুন। আর এই ভাবেই সঠিক তথ্যগুলো দিয়ে আপনি আপনার একাদশ শ্রেণীর ভর্তির অনলাইন কার্যক্রম সম্পাদন করতে পারবেন। কিন্তু উক্ত নীতিগুলো আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে।

একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন ফরম ডাউনলোড:

আবেদনকারী ইচ্ছা করলেই আবেদন সমূহের তথ্য সহ উক্ত ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আকারে নিজের কাছে রাখতে পারবেন, আবেদনকারী সাবমিট এপ্লিকেশন অপশনে ক্লিক করলেই একটি পেজ আসবে, তখনই সেটি প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষিত করতে হবে, এই কাগজটি অতি প্রয়োজনীয় একটি কাগজ। এটা যত্ন করে রেখে দিতে হবে।

একাদশ শ্রেণির ভর্তির শিক্ষা প্রতিষ্ঠান গ্রুপ ও ভার্সন নির্বাচন ফরম পূরণ:

প্রথমে আপনি যে কলেজে পড়তে চান, সেই কলেজের বোর্ড সিলেক্ট করুন, কলেজ যে জেলায় সেই জেলাটি সিলেক্ট করতে হবে, তারপর কলেজ যে থানায় অন্তর্ভুক্ত সেই থানাটি সিলেক্ট করুন। আপনি বাংলায় না ইংরেজি ভার্সনে পড়তে চান সেটা সিলেক্ট করুন। যেই গ্রুপে পড়তে চান সেই গ্রুপটি সিলেক্ট করুন, এরপর আপনার যদি কোন কোটা থাকে ,সেই কোটাটি সিলেক্ট করুন। এরপর আপনাকে Add This College বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনি আপনার কলেজটি পছন্দ করুন। আবেদনটি সঠিকভাবে সম্পন্ন হলে আবেদনকারীর কন্টাক নাম্বারে একটি নিশ্চিত এসএমএস যাবে, এসএমএসটি একটি সিকিউরিটি কোড হিসেবে থাকবে। এই কোডটি সিকিউরিটি কোড হিসেবে বলার কারণ এটা ভর্তির সময় ও অবেদন সংশোধনীয় কাজে লাগবে।

একাদশ শ্রেণীতে ভর্তির কোটা:

মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য আবেদন কোটায় (FQ) সিলেক্ট করতে হবে। কোটা গ্রহণযোগ্যের জন্য অবশ্যই আবেদনকারীকে মূল সনদ থাকতে হবে।

কলেজ পছন্দ ও পরিবর্তন:

একজন একাদশ শ্রেণির ভর্তির আবেদনকারী সর্বোচ্চ পাঁচবার ইন্টারনেটে ঢুকে কলেজ পছন্দ ও পরিবর্তন করতে পারবেন।

একাদশ শ্রেণির ভর্তির ফলাফল:

অনলাইন আবেদন শেষ হলে ফলাফলের জন্য অপেক্ষা করুন। আর ফলাফল জানতে ক্লিক করুন আমাদের এই ওয়েবসাইটে।

একাদশ শ্রেণির ভর্তি ফরম পূরণের যেকোনো তথ্য সম্পর্কে জানতে চাইলে আমাদের ওয়েবসাইট অন্যতম। আপনি চাইলে শিক্ষার যে কোন তথ্য আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন। তাই এখনই ক্লিক করুন আমাদের এই ওয়েবসাইটে।

Muntasir Srabon

Muntasir Srabon is a student of Masters Of Arts from National University Of Bangladesh under Rajshahi College. During his graduation he has taken different types of courses on Writing Skills. He has a lots of experienced of managing several article publishing websites. Now he is working as a Freelance Writer for different international projects.
Back to top button