প্রত্যেকের মনে একটি প্রশ্ন জাগে যে কোন রক্তের গ্রুপটি সবচাইতে দামি। যার সঠিক উত্তর আমরা অনেকে জানি আবার অনেকের কাছেই অজানা। তাই আজকে আমরা এই আর্টিকেলে আলোচনার মধ্য দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব কোন রক্তের গ্রুপ সবচাইতে দামি। যা থেকে আপনারা সঠিক ধারণা অর্জন করতে পারবেন এবং যে সমস্ত ভুল ধারণা গুলো রয়েছে সেগুলো থেকে ফিরে আসতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক।
আমরা সকলেই জানি মানুষের শরীরে বেশ কয়েক ধরনের রক্ত পাওয়া যায়। যার মধ্যে একেক জনের কাছে একেক রকম গ্রুপের রক্ত রয়েছে। প্রতিটি রক্তের গ্রুপের মধ্যে থেকে আমরা সকলেই এটা জানি যে ‘O’নেগেটিভ ‘B’নেগেটিভ ‘Ab’নেগেটিভ রক্তের গ্রুপগুলো একটু দামি। তবে এই সমস্ত ধারণাগুলো একেবারে ভুল ধারণা। যা বর্তমানে প্রতিটি মানুষের জীবনে এই ভুল ধারণাটি কমবেশি রয়েছে।
রক্তের কোন গ্রুপটি দামি আর কোন গ্রুপটি মূল্যহীন এই সমস্ত কিছুই নয় প্রতিটি রক্তই গুরুত্বপূর্ণ এবং দামি। তবে মানুষের মধ্যে যে সমস্ত রক্তের গ্রুপগুলো খুবই কম লক্ষ্য করা যায়। সেই রক্তগুলোকে আমরা দামি রক্ত হিসেবে গণ্য করে থাকি।
কেননা খুব সহজেই এই রক্তের গ্রুপগুলো মেলে না। তবে যে সমস্ত রক্তের গ্রুপগুলো বেশি লক্ষ্য করা যায় মানুষের শরীরে। এগুলোর যে কোন রকম মূল্য নেই তা কিন্তু একদম ভুল। যেকোন রক্তের গ্রুপই মানুষের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যা আমাদের সকলকে মাথায় রাখতে হবে।
যে সমস্ত ব্যক্তিদের শরীরে O নেগেটিভ রক্ত বইছে তাদের কাছে অবশ্যই সেই O নেগেটিভ রক্তের ই বিশেষ মূল্য রয়েছে। এবং পৃথিবীর যে সমস্ত মানুষের শরীরে B+ রক্ত বইছে। তাদের কাছে অবশ্যই সে b+ রক্তই দামি। তাই আমাদের সকলকেই মাথায় রাখতে হবে কোন রক্তই তুচ্ছ নয় বা মূল্যহীন তা নয়। প্রতিটি রক্তই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে।
তবে সাধারণ মানুষদের ধারণা অনুযায়ী কোন রক্তদানে তার বিচার যদি করতে চাই সেক্ষেত্রে আমি বলব সবচাইতে দামি রক্ত হল Mumbai ব্লাড গ্রুপটি।
আপনারা হয়তো অনেকেই আছেন যারা মুম্বাই ব্লাড গ্রুপের নাম শুনেছেন। বা এই রক্তের ধরনটি কেমন বা কতটুকু ইউনি তার সম্পর্কেও জানেন।
তবে এখন পর্যন্ত অনেকেই জানে না এই বোম্বাই ব্লাড গ্রুপটি কেমন বা এর সূত্রপাত কোথা থেকে। বোম্বাই ব্লাড গ্রুপ টি এমন একটি গ্রুপ। যা সাধারণত ১০ লক্ষ মানুষের মধ্যে শুধুমাত্র চারজনের কাছে পাওয়া যায়।
Bombay ব্লাড গ্রুপটির প্রথম সন্ধান পাওয়া যায় আজকের সেই মুম্বাই শহরের k,E,M হাসপাতালে। যার কারণে এই রক্তের গ্রুপটির নামকরণ করা হয় বোম্বাই শহরকে কেন্দ্র করে।
১৯৫২ সালে বোম্বাই শহরের এই K.E.M হাসপাতালে Dr.ym bhende এক রোগের চিকিৎসা কালীন রক্তের গ্রুপটি নির্ণয় করতেই এই রক্তের সন্ধান মিলে। যা এর আগে কখনোই বিশ্বের কোনখানে পাওয়া যায়নি। এবং বিশেষ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ও কোন রক্তের গ্রুপের সাথে এই রক্তের মিল খুঁজে পাওয়া যায়নি যার কারণে এই রক্তের গ্রুপটিকে একটি নতুন গ্রুপে হিসেবে চিহ্নিত করা হয় যার নাম দেয়া হয় Mumbai blood group.
তো এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরেছেন পৃথিবীতে সবচাইতে আনকমন রক্তের গ্রুপ কোনটি। আপনি হয়তো এখন ঠিক মুম্বাই ব্লাড গ্রুপ কে চিহ্নিত করবেন দামে রক্ত হিসেবে।
তবে এই সমস্ত ইউনিক রক্তের গ্রুপ যে সমস্ত ব্যক্তিদের রয়েছে তাদেরকে অবশ্যই সাবধানে চলাফেরা করা উচিত। আপনার রক্তের গ্রুপ যদি একটু ভিন্ন রকম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানে চলতে হবে যাতে করে শরীরে কোনোরকম আঘাত পেয়ে রক্তের অপচয় না হয়।
কোন রকম কারণবশত যদি আপনার শরীর রক্তের অপচয় হয়ে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে সে রক্তের ঘাটতি মেটাতে আপনাকে নানান রকম বিভ্রান্তিতে পড়তে হবে। তাই অবশ্যই প্রত্যেককেই নিজেদের শরীরের প্রতি সতর্ক থাকতে হবে এবং সাবধানে চলাফেরা করতে হবে।