সৌদি আরবে কি চাঁদ দেখা গেছে ২০২৪ (Live)

সৌদি আরবে আজ বৃহস্পতিবার পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গিয়েছে সে অনুযায়ী আগামীকাল শুক্রবার থেকে দেশটিতে রোজা শুরু হতে চলেছে। সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম সৌদি আরব ভিত্তিক সৌদি গ্যাজেটের দেওয়া তথ্য মতে আমরা এই তথ্যটি জানতে পেরেছি। আজ বৃহস্পতিবার বাইশে মার্চ সন্ধ্যায় সৌদি আরব ধর্ম মন্ত্রণালয় এক কমিটি গঠন করে এবং এই কমিটির ভিত্তিতে চাঁদ দেখা শুরু হয়।

উক্ত কমিটির রমজান মাসের চাঁদ দেখা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে যেটা সৌদি আরবের রয়্যাল কোর্ট দ্বারা অনুমোদিত। বিবৃতিতে বলা হচ্ছে যে ১৪৪৪ হিজরী সনের রমজান মাসের প্রথম দিন শুরু হবে আগামী শুক্রবার তেইশে মার্চ। এদিন থেকে সৌদি আরবে পবিত্র মাহে রমজান মাস শুরু হতে চলেছে। একজন ধর্মপরায়ণ মুসলমান হিসেবে আপনার জন্য এটি সত্যিই খুশির খবর এবং আপনি সৌদি আরবে বসবাস করে থাকলে অথবা এর পার্শ্ববর্তী দেশগুলোতে বাস করে থাকলে আপনার জন্য এই সময়টি জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

সৌদি আরব সমগ্র ইসলাম ধর্মের মুসলমানদের পবিত্র ভূমি হিসেবে পরিচিত কেননা মুসলমানদের সবচেয়ে পবিত্রতম স্থান মক্কা শরীফ এখানে অবস্থান হওয়ার কারণে এই দেশকে কেন্দ্র করেই ইসলামী বিধান প্রবর্তন করা হয়েছে। যার কারনে সারা বিশ্বের যে সকল মুসলিম দেশগুলো রয়েছে তারা সাধারণত সৌদি আরবের ঘোষণার ওপর লক্ষ্য রাখে অর্থাৎ সৌদি আরব সরকার যখন ঘোষণা করবে যে পবিত্র মাহে রমজান মাস কবে থেকে শুরু হবে তার ওপর ভিত্তি করে সারা বিশ্বব্যাপী মাহে রমজানের সময়সূচি নির্ধারণ করা হয়।

Screenshot-2023-03-21-at-11-35-40-AM

সুতরাং সারা বিশ্বের মানুষ ওদের আগ্রহে বসে থাকে যে সৌদি আরব সরকার কখন ঘোষণা দিচ্ছে যে সৌদি আরবের রমজান শুরু কবে থেকে এই তথ্যটি। যার কারণে আপনাকে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে এবং আমরা আপনাদের জন্য এখানে সঠিক তথ্য শেয়ার করতে চলেছি এ কেননা আমরা সৌদি আরব ধর্ম মন্ত্রণালয়ের সাথে সরাসরি যোগাযোগ করেছি এবং তারা এক বিবৃতিতে আমাদের সাথে সঠিক তথ্যটি শেয়ার করেছে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আরব অঞ্চলের কিছু দেশে আগামী ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে বলে আশা করা হচ্ছে।

গত বছরের চেয়ে এ বছরে মাহে রমজান এক মাস এগিয়ে এসেছে এবং সৌদি আরব চাঁদ দেখা কমিটি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে এ বছরের মাহে রমজান মাসের প্রথম দিন শুক্রবার পড়ছে। সারা বিশ্বের মুসলমানরা অধির আগ্রহে এ মাসটির জন্য অপেক্ষা করছে কেননা এই মাসের তাৎপর্য অনেক। একজন মুসলমান হিসেবে আপনি মহান আল্লাহতালার নৈকট্য লাভের আশায় এই মাসের প্রতিটি রোজা রাখার চেষ্টা করবেন।

অনেকে হয়তো ভাবতে পারেন যে সৌদি আরব এর ঘোষণা দেওয়ার সাথে সারা বিশ্বের মাহে রমজানের সময়সূচী নির্ধারণের সম্পর্ক কি তাদের উদ্দেশ্যে বলতে চাইলে সৌদি আরব এমন একটি দেশ যে দেশের ওপর সারা বিশ্বের মানুষের চোখ থাকে। সৌদি আরব সরকার যখনই ঘোষণা করবে যে মাহে রমজান এত তারিখ থেকে শুরু হবে এরপরেও ভর্তির সময়ে মাহে রমজানের দিনক্ষণ নির্ধারণ করা হয়।

সৌদি আরবে মঙ্গলবার (২১ মার্চ) পবিত্র রজমান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে, দেশটিতে ২২ মার্চ হবে শাবান মাসের শেষদিন এবং রমজান মাস শুরু হবে আগামী ২৩ মার্চ।

সুতরাং আপনারা যারা ইন্টারনেটে এ বিষয়ে তথ্য জানতে চেয়েছেন অর্থাৎ মাহে রমজান কবে থেকে শুরু হবে সৌদি আরবে তাদের জন্য বলতে চাই যে আগামী ২৩শে মার্চ থেকে সৌদি আরবে মাহে রমজানের প্রথম রোজা অনুষ্ঠিত হতে চলেছে। এভাবেই মাহে রমজানের প্রতিটি রোজা ধারাবাহিকভাবে পালন করা হবে এবং একজন মুসলমান হিসেবে আপনি আমাদের এখানে যে সময়সূচি প্রকাশ করা হয়েছে সেটার ভিত্তিতে প্রতিটি রোজা অনায়াসে পালন করতে পারছেন।

২০১৯ সালের পর এবারই প্রথম সৌদি আরবে রমজান মাসে করোনাভাইরাসের বিধিনিষেধ থাকছে না। গত বছর করোনা মহামারির কারণে দেশটির পবিত্র দুটি মসজিদ মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে তারাবিহর নামাজ ২০ রাকাত থেকে কমিয়ে ১০ রাকাত করা হয়।