পশু কুরবানীর নিয়ম-দোয়া | কুরবানির পশু জবাইয়ের দোয়া ও পদ্ধতি

আগামী ২২ শে জুলাই ২০২১ তারিখের মুসলিম ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আযহা অনুষ্ঠিত হতে চলেছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় মাধ্যমে এই দিনটি পালিত হবে। ঈদুল আযহার জন্য ইতিমধ্যে আমরা আমাদের কোরবানীর পশু ক্রয় করে ফেলেছে। মহান আল্লাহতালা যাতে আমাদের কুরবানী কবুল করে নেয় সে জন্য আমাদের কুরবানির বেশ কিছু নিয়ম রয়েছে তা যথাযথভাবে পালন করা জরুরি। আজ আমরা জানাবো পশু কোরবানি কিভাবে করবেন এবং পশু কোরবানির সময় কি কি দোয়া পড়ে তা জবাই করতে হবে তার বিস্তারিত সকল তথ্য।

কুরবানির পশু জবেহ করার নিয়ম ও পদ্ধতি

নিজের কুরবানীর পশুর নিজে জবাই করা হল মুস্তাহাব যদি নিজের দ্বারা জবাই করা সম্ভব না হয় তাহলে অন্য কোনো ব্যক্তির দ্বারা জবাই করা যাবে তবে মনে রাখতে হবে যে এসময় কুরবানীর সময় কুরবানীদাতা অবশ্যই সামনে উপস্থিত থাকতে হবে।

জবাই বা নহরের পদ্ধতি

কোরবানির পশু জবাই করার পূর্বে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন অবশ্যই কিবলামুখী করে শোয়ানো হয়। অতঃপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা শুরু করতে হবে। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যদি আপনি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বলা পরিত্যাগ করেন তাহলে জবাইকৃত পশুর হালাল হবে না আর যদি ভুল বসত বিসমিল্লা ছেড়ে দেয় তবে তা হালাল হবে। জবাই করার পূর্বে ছড়ি ভালোভাবে ধার দিয়ে নিতে হবে যাতে জবাইয়ের সময় পশুর অপ্রয়োজনে কষ্ট না হয় যেমন এক ছড়ি দিয়ে বারবার পশু জবাই করা ইত্যাদি। পশু জবাই করার সময় তার সাহায্যকারীরা কুরবানীর সময় অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে।

কোরবানির পশু জবেহের দোয়া

কোরবানির পশু জবাই করার সময় উচ্চস্বরে নিয়ত করা বা দোয়া পড়া জরুরী নয় অবশ্য মনে মনে নিয়ত করতে হবে। আমি আল্লাহর উদ্দেশ্যে কুরবানী আদায় করছি তবে মুখে দোয়া পড়া সবচেয়ে ভালো হয়। অতঃপর কোরবানির পশু কিবলার দিকে সরানোর পর এ দোয়া পাঠ করুন।
doa-2

doya

bismillah

কোরবানির পশু জবাই করার পর আরেকটি দোয়া পাঠ করা প্রয়োজন আপনি কি জানেন কি দোয়া পাঠ করতে হয় তাহলে এখান থেকে জেনে নিন।

after-kurbani

পরিশেষে আমরা বলতে চাই চাই যে আল্লাহতালা সকল মুসলমানদের নির্দিষ্ট নিয়মে কোরবানির পশু জবাই করার তৌফিক দান করুক এবং সবার কুরবানী কবুল করুক আমিন।