২৩-২৭ ডিসেম্বরের মধ্যে এসএসসির ফল প্রকাশ হতে পারে, মার্কশীটসহ ফলাফল দেখার নিয়ম

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী 23 থেকে 27 ডিসেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। আজ 20 ডিসেম্বর 2021 তারিখে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় যে ফলাফল তৈরীর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং সেটি প্রকাশের প্রধানমন্ত্রীর সম্মতি চেক শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা সূত্রে গতকাল রোববার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা বোর্ডের প্রস্তাব পাঠানো হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে 2021 সালের এসএসসি সমমানের সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজিত 3 বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হয় সেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী 23 ডিসেম্বর পর যেকোনো দিন তা প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রীর সম্মতি দিলেন এ দিনের মধ্যে অর্থাৎ আগামী 27 ডিসেম্বরের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। ডিসেম্বর মাসের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এতে করে জানুয়ারি থেকে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান এ প্রস্তাবের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে অনুমতি দেয়ার একটি প্রস্তাব পাঠানো হয় তিনি যেদিন সময় নেবেন সে দিন ফলাফল প্রকাশ হবে অর্থাৎ পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ গ্রহণ করা হয়নি তবে আশা করা হচ্ছে যে প্রধানমন্ত্রী 23 থেকে 27 ডিসেম্বর মধ্যে ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করবেন।

ফলাফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে দেশের সকল শিক্ষা বোর্ডের ফলাফল সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী দীপু মনি সকাল 9 ঘটিকায় এরপর প্রধানমন্ত্রী ফলাফল প্রকাশ করবেন অনলাইন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এবং দুপুরের সংবাদ সম্মেলনের পর সারা দেশের প্রতিটি বোর্ডের পরীক্ষার ফলাফল প্রেরণ করা হবে।

স্কুল বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

থেকে আন্তঃশিক্ষা বোর্ডের প্রধান নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আমাদের জানান যে আগামী 23 থেকে 27 ডিসেম্বর মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে ফলাফল তৈরীর কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এখন শুধু আনুষ্ঠানিকতা অপেক্ষা।

14 ই নভেম্বর বিজ্ঞান বিভাগের পদার্থ বিষয়ের পরীক্ষা গ্রহণের মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় দীর্ঘ বিরতির পর সংকৃত সিলেবাস এর আলোকে শুধুমাত্র গ্রুপ ভিত্তিক বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে এ বছর পরীক্ষায় 22 লাখ 27 হাজার 117 জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষার ফলাফল প্রকাশের পর আপনারা খুব সহজ এর মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল পেতে পারেন।