প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা ইতিমধ্যে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাতে পেয়েছেন।ষষ্ঠ সপ্তাহের তো সব ক্লাস সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের কৃষি বিষয়টি পুনরায় যুক্ত করা হয়েছে। সেখানে একটি সৃজনশীল প্রশ্ন করা হয়েছে আমরা এখন সে সৃজনশীল প্রশ্নের সমাধান করতে চলেছে।

ফসলের মৌসুম
একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে। অর্থাৎ কোন ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সে ফসলের মৌসুম বলে।
বাংলাদেশের জলবায়ুর ওপর নির্ভর করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল জন্মে। ফসল উৎপাদনের জন্য সারা বছর কে প্রধানত দুইটি মৌসুমে ভাগ করা হয়েছে। যেমন, রবি মৌসুম ও খরিপ মৌসুম।