এই পৃথিবীতে বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে। কোনটি কঠিন, কোনটি তরল আবার কোনটি বায়বীয়। এর মধ্যে আবার ভাগ রয়েছে কোনটি মৌলিক আবার কোন যৌগিক। মৌলিক পদার্থের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। চলুন জেনে ফেলি মৌলিক পদার্থ কাকে বলে।
মৌলিক পদার্থ
যেসব পদার্থ একটিমাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে মৌলিক পদার্থ বলে। যেমনঃ তামা, লোহ্ হাইড্রোজেন ,অক্সিজেন ইত্যাদি। আপনি এই সকল পদার্থ কে ভাংলে আর নতুন কোন পদারথ পাওয়া যাবেনা।