জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন কলেজে আসন সংখ্যা কত

বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় টি প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে। গাজীপুর জেলার বোর্ডবাজারে ১১.৩৯ একর জমিতে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি। এটি দেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় ২৮ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে। বাংলাদেশের সকল জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালিত অসংখ্য কলেজ রয়েছে। আজকে আমাদের এই আর্টিকেলটির মাধ্যমে জানিয়ে দেব কোন কলেজে কতগুলো আসন সংখ্যা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোন কলেজে কতগুলো আসন ফাঁকা রয়েছে তা জানুন

 আপনাদের সুবিধার জন্য আমরা নিজের পিডিএফ ফাইল আকারে কোন কলেজে কতগুলো আসন সংখ্যা তুলে ধরেছি। আপনারা চাইলে খুব সহজেই আমাদের নিচে দেওয়া এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে পারবেন। কারণ একজন শিক্ষার্থী কাছে এই তথ্যটি জানা খুবই প্রয়োজনীয় বিষয়। কারণ একজন শিক্ষার্থী যখন অনার্স বা মাস্টার্স কোর্স শুরু করতে যাবে সে তখন সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানতাই নির্বাচিত করবে। তাই কলেজ নির্বাচন করতে হলে তাকে কোন কলেজে কতটি আসন ফাঁকা রয়েছে সেই সম্পর্কে তাকে জানতে হবে আপনি যদি জানতে না পারে কোন কলেজে কতটি আসন ফাঁকা রয়েছে তাহলে আপনি সঠিক কলেজটি নির্বাচন করতে পারবে না। আর আপনি যদি সঠিক কলেজটি নির্বাচন না করতে পারেন তাহলে আপনি মেধা তালিকায় নাম আসবে না। তাই আমাদের ওয়েবসাইটে এসে কোন কলেজে কতটি আসন সংখ্যা ফাঁকা রয়েছে সে তথ্যটি জেনে নিন এবং পিডিএফ ফাইল আকারে তথ্যটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন।

জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ রেং কিং যেসব কলেজ  :২০২২

সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় সরকারি ও বেসরকারি কলেজের সংখ্যা ২ হাজার ২৬৮ টি। যার মধ্যে ২৮০০ শো কলেজ অনার্স ও মাস্টার্স কোর্স করানো হয়। এসব কলেজের স্নাতক পাস/স্নাতক কারিগরি ও সমমান পর্যায়ের আসন সংখ্যা ৮ লাখ ৭২ হাজার ৮১৫ টি। এতে ভর্তি  কৃত শিক্ষার্থী ছিল ৬ লাখ ৪৯ হাজার ৭২র্জন। আর আসন শূন্য ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪৩ টি। তবে এবার আসন সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কলেজ পারফরমেন্স র‍্যাংকিং এ ২০২০ জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ৭৬টি কলেজের মধ্যে এ জাতীয় পর্যায়ে প্রথম ৫ টি সেরা কলেজগুলো হলো।

. রাজশাহী কলেজ ,রাজশাহী।

. বরিশাল বিএম কলেজ, বরিশাল।

. বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ,বগুড়া।

. পাবনা এডওয়ার্ড কলেজ পাবনা

. রংপুর কারমাইকেল কলেজ ,রংপুর।

বিভাগীয় অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেরা পাঁচটি করে কলেজের নাম

ঢাকা বিভাগ

. ঢাকা কমার্স কলেজ ঢাকা

. লালমাটিয়া মহিলা কলেজ ঢাকা

. তেজগাঁও কলেজ ঢাকা।

. হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকা

.সরকারি সাদাত কলেজ টাঙ্গাইল

চট্টগ্রাম বিভাগ

১ চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম।

. সরকারি সিটি কলেজ ,চট্টগ্রাম।

. সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম

. হাটহাজারী কলেজ চট্টগ্রাম

. চট্টগ্রাম মহিলা কলেজ চট্টগ্রাম।

রাজশাহী বিভাগ

. রাজশাহী কলেজ, রাজশাহী।

. সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।

. সরকারি এডওয়ার্ড কলেজ ,পাবনা।

. এন এস সরকারি কলেজ ,নাটোর।

. রাজশাহী কোট কলেজ, রাজশাহী।

খুলনা বিভাগ

.সরকারি বৃজলাল কলেজ, খুলনা

. সরকারি এমএম কলেজ ,যশোর।

. কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।

. যশোর ক্যান্টনমেন্ট কলেজ ,যশোর।

. সীমান্ত আদর্শ কলেজ ,সাতক্ষীরা।

বরিশাল বিভাগ

. সরকারি বিএম কলেজ বরিশাল

. সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল

. ভোলা সরকারি কলেজ, ভোলা।

. সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর।

সিলেট বিভাগ

. এসএমসি কলেজ সিলেট

. মৌলভীবাজার সরকারি কলেজ ,মৌলভীবাজার।

. সরকারি মহিলা কলেজ সিলেট।

. মৌলভীবাজার সরকারি কলেজ মৌলভীবাজার

.সরকারি শ্রীমঙ্গল কলেজ ,মৌলভীবাজার।

রংপুর বিভাগ

১ সরকারি কলেজ রংপুর

. কার মাইকেল কলেজ রংপুর

. বেগম রোকেয়া কলেজ রংপুর

. কুড়িগ্রাম সরকারি কলেজ কুড়িগ্রাম

. লালমনিরহাট সরকারি কলেজ লালমনিরহাট

ময়মনসিং বিভাগ

. সরকারি আনন্দমোহন কলেজ ময়মনসিংহ

. ইসলামপুর কলেজ জামালপুর

.নেত্রকোনা সরকারি কলেজ নেত্রকোনা

. সরকারি মহিলা কলেজ ময়মনসিংহ

. শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ,ময়মনসিংহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভাগীয় পাঁচটি শহরের সেরা কলেজ গুলোর নাম আমরা উপরে আলোচনা করলাম এই কলেজ গুলোর আসন সংখ্যা জানতে হলে উপরে পিডিএফ ফাইলকৃত ছবিটি আপনি এখনই আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন।