নতুন মোবাইল ফোন ২০২৩ – নতুন মডেলের মোবাইল ফোন

আপনাকে যদি বলা হয় বর্তমান সময়ের কমদামি সবচাইতে ভালো মোবাইল কোনটি। সে ক্ষেত্রে হয়তো আপনি সঠিকভাবে তার উত্তর দিতে পারবেন না। কেননা এখন বাজারে রয়েছে অসংখ্য কোম্পানির মোবাইল। যে মোবাইল গুলো প্রায় সবগুলোই মানসম্মত আবার সবগুলোই ব্যবহারযোগ্য নয়।

তাই বলা যায় ভালো ফোন কোনটি সেটা আপনি চোখে দেখে কখনোই বলে দিতে পারবেন না। কেননা চোখে দেখে কখনো একটি মানসম্মত ফোন বিচার করা যায় না। আপনি যদি একটি মানসম্মত মোবাইল ফোন পেতে চান।

সেক্ষেত্রে আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে প্রতিটি ফোনের সম্পর্কে। বিশেষ করে প্রতিটি ফোনের স্পেসিফিকেশনগুলো আপনাকে মনোযোগ সহকারে জেনে নিতে হবে তবে আপনি একটি ফোনের মানসম্মত দিকটি বিচার করতে পারবেন।

তবে অধিকাংশ মানুষই ফোনের সম্পর্কে জানে না বা বর্তমানে কোন ফোনগুলো মানসম্মত তার সম্পর্কে জানে না। যার কারণে এই ফোনের ব্যাপারে না জানার কারণেই অনেকেই ফোন কিনতে গিয়ে অনেক রকম অসুবিধা ভোগ করে।

তাই আজকে আমরা শুধুমাত্র আপনাদের সুবিধার্থে এই নিবন্ধনে আলোচনা করেছি বেশ কিছু স্মার্টফোন নিয়ে। বর্তমানে স্মার্টফোন ব্যতীত অন্যান্য নরমাল ফোনগুলো মানুষ কমই ব্যবহার করে। যার কারণে আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো বর্তমান বাজারের বেশ কিছু মানসম্মত মোবাইলের সম্পর্কে। যাতে করে আপনারাও মোবাইল গুলোর সম্পর্কে জানতে পারেন এবং নিজেদের প্রয়োজনে কিনে নিতে পারেন। তাই আর কথা না বাড়িয়ে জেনে নিন পরিচিত কিছু কোম্পানির মানসম্মত মোবাইল গুলোর সম্পর্কে বিস্তারিত তথ্য ‌।

Vivo মোবাইলের দাম

আমরা সকলে জানি ভিভো খুবই মানসম্মত মোবাইল কোম্পানির নাম বিশ্বজুড়ে রয়েছে তাদের সুনাম। আপনি যদি মনে করে থাকেন ভিভো কোম্পানির একটি মানসম্মত স্মার্টফোন ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি চাইলেই তা ব্যবহার করতে পারেন।

কেননা এখন বর্তমান সময় অনুযায়ী কিংবা মানুষের চাহিদা অনুযায়ী জীবনে এসেছে বেশ কিছু মডেলের স্মার্টফোন। যেই ফোন গুলো নিয়ে আমরা নিচে বিস্তারিত ভাবে জানিয়ে দেবো আপনাদের।

Vivo Y22

আপনারা যারা একটি মানসম্মত স্টাইলিশ ফোনের সন্ধান করছেন। তাদের জন্য ভিভো ওয়াই টোয়েন্টি মোবাইলটি হতে পারে খুবই ভালো ফোন। কেননা ভিভো কোম্পানির অন্যান্য স্মার্টফোনগুলোর চাইতে এই মোবাইলটি খুবই স্টাইলিশ ভাবে তৈরি করা হয়েছে।

এবং এই Vivo Y22মোবাইলটির স্পেসিফিকেশনগুলো রয়েছে মানসম্মত। যার কারণে মোবাইলটি ব্যবহারে এবং সৌন্দর্যের দিক থেকে আপনাদের কোন রকম অসুবিধা হবে না।
নিচে Vivo Y22মোবাইলটি স্পেসিফিকেশন তুলে ধরা হলো।

ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি৮৫-র‍্যাম: ৪ জিবি-স্টোরেজ: ১২৮ জিবি-ব্যাক-ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা-ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
ব্যাটারি: ৫০০০ মিলিএম্প

মূল্য:১৯,৯৯৯ টাকা

Vivo Y02A

vivo কোম্পানির আরও একটি মানসম্মত প্রোডাক্ট হলো Vivo Y02A. যার স্পেসিফিকেশন আরো বেশি নজর কারা। এবং খুবই কম দামে কিনে নিতে পারবেন ভিভো কোম্পানির এই Vivo Y02A মোবাইলটি।

এই মোবাইলটির বর্তমান বাজার মূল্য অনুযায়ী আপনারা এর স্পেসিফিকেশন দিক থেকে অনেকটা লাভবান হবেন। তাই এক্ষুনি দেখে নিন Vivo Y02A মোবাইলটিতে কি কি স্পেসিফিকেশন গুলো রয়েছে।

ডিসপ্লে: ৬.৫১ ইঞ্চি_প্রসেসর: মিডিয়াটেক হেলিও পি৩৫_র‍্যাম: ৩ জিবি_স্টোরেজ: ৩২ জিবি_ব্যাক ক্যামেরা: ৮ মেগাপিক্সেল ক্যামেরা_ফ্রন্ট ক্যামেরা: ৫ মেগাপিক্সেল_ব্যাটারি: ৫০০০ মিলিএম্প

মূল্য:১১,৯৯৯ টাকা

আইফোনের দাম ২০২৩

সবচাইতে জনপ্রিয় একটি মোবাইল কোম্পানির নাম হল আইফোন। iphone কোম্পানির বাংলাদেশের নির্দিষ্ট কোন স্টোর না থাকলেও বাংলাদেশে সব ধরনেরiphone পাওয়া যায়। তবে অনেকেই সন্ধান করে থাকে কম দামি একটি মানসম্মত iphone.

তাই আপনারা যারা একটি কম দামি iphone কিনতে চান। তাদের জন্য নিচে আমরা কয়েকটি কম দামের iphone এর সম্পর্কে জানিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে লক্ষ্য করুন।

আইফোন ৫

iphone 5 বিশ্ববাজারে প্রথম মুক্তি পাই প্রায় দশ বছর আগে। ১০ বছর আগে মুক্তি পাওয়া এই iphone 5 এখন আপনারা কিনে নিতে পারবেন খুবই অল্প টাকায়। জেনে নিন বর্তমান বাজার অনুযায়ী iphone 5 এর দাম এবং তার সম্পর্কে বিস্তারিত।

ডিসপ্লেঃ ৪ইঞ্চি
প্রসেসরঃ অ্যাপল এ৬
র‍্যামঃ ১জিবি
স্টোরেজঃ ১৬জিবি
মেইন ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
সেলফি ক্যামেরাঃ ১.২মেগাপিক্সেল
ব্যাটারিঃ ১৪৪০মিলিএম্প

iphone 5 মোবাইলটির বর্তমান বাজার মূল্য ৫,০০০ টাকা।