Assignment
দুধ কি জাতীয় মিশ্রণ ?ব্যাখ্যা করো ।

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্টের অষ্টম অধ্যায় থেকে একটি প্রশ্ন করা হয়েছে প্রশ্নে বলা হয়েছে, দুধ কি জাতীয় মিশ্রন তা ব্যাখ্যা কর । আমরা জানি যে সাধারণত মিশ্রণকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি সমসত্ব এবং অপরটি অসমসত্ব মিশ্রণ। দুধের বৈশিষ্ট্যগত দিক থেকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে দুধের উপাদান থেকে আরেকটি সহজেই আলাদা করা যায় তাই আমরা বলতে পারি দুধ একটি অসমসত্ব মিশ্রণ।
দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখা করা হলো
দুধ একটি অসমসত্ব মিশ্রণ। দুধ হল এক ধরনের কলয়েড মিশ্রণ । দুধ হতে একটি কলের চর্বি দিয়ে তৈরি চর্বির ক্ষুদ্র কণাগুলো পানিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। যা খালি চোখে দেখা যায় না কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ঠিকই দেখা যায়। দুধের এতই ক্ষুদ্র হালকা যে তারা কখনোই পাত্রের তলায় জমা হতে পারে না। যা সবসময়ই ভাসমান ও সাসপেন্ডেড অবস্থায় থাকে এক্ষেত্রে ভাসমান কণাগুলোর আকার 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে।
- প্রতিবন্ধী শিশুদের প্রতি আমরা কীভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি-তা পাঠ্যপুস্তকের আলােকে লিখ।
- কাপড়ের মাড় দিতে হয় কেন? মাড় প্রয়ােগের ৫টি নিয়ম লিখ
- ব্যক্তিত্বের সাথে পােশাকের ডিজাইনের সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা কর
- পশমি বস্ত্র ধৌতকরণে তুমি কী ধরণের সর্তকতা অবলম্বন করবে
এন্টিবায়োটিক সিরাপ ঝাকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কি বলে?