জুম্মার নামাজের নিয়ত বাংলা উচ্চারণ ও অর্থ

প্রতিটি মুসলমান জাতির জন্যই শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটিতে প্রতিটি মুসলমান থাকতে রায় যোগদান করেন জুম্মার নামাজে। সাপ্তাহিক এই শুক্রবারকে সাধারণত ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলা হয়ে থাকে সাপ্তাহিক ঈদের দিন।

প্রতিটি মুসলমানের জন্যই যেমন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। ঠিক তেমনি সাপ্তাহিক শুক্রবার দিনটিতে জোহরের নামাজের পরিবর্তে সবাই একত্রিত হয়ে জুম্মার নামাজ পরা হয়ে থাকে। কেননা প্রতিটি মুসলমান জাতির জন্যই শুক্রবারের জুম্মার নামাজ ফরজ। যা হয়তো আমরা সকলেই জানি।

তবে এখন পর্যন্ত আমরা অনেক মুসলমান ব্যাক্তিরাই জানিনা জুম্মার নামাজের নিয়ত কিভাবে করতে হয় বা নিয়ম সম্পর্কে। কেননা প্রতিনিয়তই মানুষ জুম্মার নামাজ পড়তে গিয়ে নানান রকম ভুল করে থাকি যার একমাত্র কারণ হলো নিয়ম সম্পর্কে না জানা।

এছাড়াও জুম্মার নামাজ শুরুর আগেই প্রত্যেককেই নামাজের নিয়ত করতে হয়। যে নিয়তি নির্দিষ্ট একটি দোয়া পড়ে নিজে থেকেই করতে হয়। কেননা আপনি যদি নির্দিষ্ট দোয়া পাঠ করে নিয়ত না করেন। সে ক্ষেত্রে আপনার জুম্মার নামাজ কখনোই সঠিকভাবে সম্পন্ন হবে না। তাই প্রত্যেককেই জুম্মার নামাজের নিয়ত করা জানতে হবে। এবং নামাজের সঠিক নিয়ম গুলো জেনে নিতে হবে‌। যাতে কোনরকম ভুল না হয় জুম্মার নামাজের ক্ষেত্রে। তাই আর বেশি দেরি না করে এক্ষুনি জেনে নিন জুম্মার নামাজের নিয়ম এবং নিয়ত সম্পর্কে সঠিক তথ্য।

জুমার নামাজের নিয়ম ও নিয়ত সম্পর্কে জানুন:

জুম্মার নামাজের নিয়ত করতে যেই দোয়াটি পাঠ করতে হবে সেই দোয়াটি আমরা নিচে প্রকাশ করেছি। যে সমস্ত মুসল্লি ভাই এবং বোনেরা জুম্মার নামাজের নিয়ত রাখার দোয়াটি সঠিকভাবে জানেন না‌ তারা মনোযোগ সহকারে দোয়াটি পড়ে জেনে নিন।

জুম্মার নামাজের নিয়ত রাখার দোয়া:

نويت ان اسقط عن ذمتي فرض الظهر باداء ركعتي صلاة الجمعة فرض الله تعالى متوجها الى الكعبة الشريفة
الله أكبر

বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন উসকিতা আন্‌ জিম্মাতী ফারদুজ্জহ্‌রি,বি-আদায়ি রাকয়াতাই ছালাতিল্‌ জুমুয়াতি, ফারজুল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্‌ ক্বাবাতিশ্‌ শারীফাতি আল্লাহু আক্‌বার।

ইতিমধ্যে আমরা যে দোয়াটি আপনাদের সামনে প্রকাশ করেছি এই দোয়াটি প্রতিটি মুসলমান ব্যক্তিদের পাঠ করে জুম্মার নামাজের নিয়ত করতে হবে। এবং আপনি যদি এই দোয়াটি সঠিকভাবে পাঠ করে জুম্মার নামাজের নিয়ত করে থাকে সেক্ষেত্রে আপনার নামাজটি সঠিক নিয়মে হবে বলে মনে করা যায়।

তবে আপনি যদি এই দোয়াটি না পড়ে নামাজে দাঁড়িয়ে পড়েন বা ভুল দোয়া করে নামাজের নিয়ত করে থাকেন। সে ক্ষেত্রে আপনার জুম্মার নামাজটি সঠিকভাবে নাও হতে পারে। তাই অবশ্যই আমাদের এই আর্টিকেলে প্রকাশিত জুম্মার নামাজের নিয়ত করার দোয়াটি ভালোভাবে জেনে নেবেন। এবং প্রতিনিয়ত এই দোয়াটি পাঠ করে জুম্মার নামাজের নিয়ত করার চেষ্টা করবেন।

জুম্মার নামাজের সঠিক নিয়ম গুলো কি কি?

বর্তমানে অনেক মানুষই জানে না জুম্মার নামাজের সঠিক নিয়ম গুলো সম্পর্কে যার কারণে তারা সঠিক নিয়ম না জানায় নামাজ পড়তেও খুব একটা মত প্রকাশ করে না। আমি যদি একটু লক্ষ্য করে থাকেন সেক্ষেত্রে দেখতে পাবেন অধিকাংশ মানুষরাই নামাজ সম্পর্কে বা নামাজের দোয়া জানে না যার কারণে এই না পারার ভয় নিয়ে তারা নামাজে অংশগ্রহণ করে না।

তবে আপনি যদি জুম্মার নামাজ কিংবা যে কোন নামাজের নিয়ম গুলো যদি না জেনে থাকেন কিংবা দেওয়া সম্পর্কে না জেনে থাকেন সেক্ষেত্রে আপনাকে অতি শীঘ্রই অজানা নিয়ম এবং দোয়া শিখে নিতে হবে। কেননা জুম্মার নামাজ এবং পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিটি মানুষের জন্য খরচ করা হয়েছে। তাই যেহেতু প্রত্যেকের ওপরেই নামাজ ফরজ করা হয়েছে। সে ক্ষেত্রে প্রত্যেককেই সঠিক নিয়ম এবং সঠিক দোয়া শিখে নিতে হবে এবং নামাজ পড়তে হবে।

তাই আপনারা যারা জুম্মার নামাজের সঠিক নিয়ম গুলো জানেন না। তারা এক্ষুনি জেনে নেই জুম্মার নামাজ পড়ার সঠিক নিয়ম গুলো। জুম্মার নামাজ শুরু হবার আগেই প্রত্যেক মুসলমান ব্যক্তিকে চার রাকাত সুন্নত নামাজ পড়তে হবে। এবং সুন্নাত নামাজ পড়া শেষে খুতবা শেষ করে জুম্মার নামাজে নিয়ত করে বা জুম্মার নামাজের নিয়তের দোয়া পড়ে কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে কাতারে দাঁড়াতে হবে। এবং হুজুরের নির্দেশনা অনুযায়ী দুই রাকাত জুম্মার নামাজ সম্পন্ন করতে হবে এবং দুই রাকাত জুম্মার নামাজ শেষ করে আবার চার রাকাত সুন্নত নামাজ পড়তে হবে।