কোভিড -১৯ পরিস্থিতিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের অধীন এইচএসসি ( বিএম ) শিক্ষাক্রমের একাদশ শ্রেণির বাের্ড ফাইনাল পরীক্ষা -২০২০ এর ফলাফল এ্যাসাইনমেন্টের মাধ্যমে প্রক্রিয়াকরণের জন্য নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা :
শিক্ষাক্রম : এইচএসসি ( বিএম )
বিষয়ের নাম : অর্থনীতি ও বাণিজ্যিক ভূপােল ( ১৮১৬ ) ব্যবহারিক চূড়ান্ত মূল্যায়নের
পূর্ণ নম্বর : ৬০
মােট নম্বর ৩০ ( তত্ত্বীয় )
০৬ ( ক )
অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল এ্যাসাইনমেন্ট
ক বিভাগ- অর্থনীতি
প্রথম অধ্যায়ঃ মৌলিক অর্থনৈতিক সমস্যা ।
দ্বিতীয় অধ্যায়ঃ অর্থনীতির কতিপয় মৌলিক ধারণা
তৃতীয় অধ্যায়ঃ চাহিদা , যােগান ও দাম নির্ধারণ
এইচএসসি(বিএম) হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ অ্যাসাইনমেন্ট সমাধান
“ অভাব অসীম সম্পদ সীমিত ” সীমিত সম্পদ দিয়ে কীভাবে অসীম অভাব পূরণ করা যায় বলে তুমি মনে কর ।
- ( ক ) সম্পদ ও অভাব শিখবে ।
- ( খ ) সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাব পূরণ করা যায় তা লিখবে ।
২। বর্তমান কেভিড -১৯ পরিস্থিতি অর্থনীতির উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে । কোভিড -১৯ আমাদের শিক্ষাক্ষেত্রে কী প্রভাব ফেলেছে তা আলােচনা কর । নির্দেশনা |
[mehran]
( ক ) কোভিড ১৯ কী লিখবে । ( খ ) কোভিড ১৯ আমাদের শিক্ষা ক্ষেত্রে কি প্রভাব ফেলেছে তা লিখবে । ০ ১ ) খ বিভাগ- বাণিজ্যিক ভূগােল | প্রথম অধ্যায় বাণিজ্যিক ভূগােল
১। আবহাওয়া ও জলবায়ু দ্বারা কৃষি প্রভাবিত হয় । “ কৃষির উন্ননে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য । বর্তমানে কৃষির উন্নয়নে দ্বিতীয় অধ্যায়ঃ পরিবেশ ও জলবায়ু | কোন কোন প্রযুক্তি ব্যবহারের পক্ষে তুমি সুপারিশ করবে ।
- ( ক ) আবহাওয়া ও জলবায়ু কী লিখবে । |
- ( খ ) কৃষি প্রযুক্তি কী লিখবে ।
- ( গ ) বিভিন্ন রকম কৃষি প্রযুক্তি উল্লেখসহ ইহার ব্যবহার লিখবে ।
ক বিভাগ- অর্থনীতি |
অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল এ্যাসাইনমেন্ট সমাধান
চতুর্থ অধ্যায়ঃ সামগ্রিক আয় পঞ্চম অধ্যায়ঃ মুদ্রা ষষ্ঠ অধ্যায়ঃ সরকারি অর্থব্যবস্থা বিষয় সঠিকতয়া
১। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় স্বল । বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা | যায় বলে তুমি মনে কর ।
- ( ক ) মাথাপিছু আয় কী লিখবে । |
উত্তরঃ দেশের মোট বসবাসকারী লোকসংখ্যায় হলো সে দেশের মোট জনসংখ্যা বসবাসকারী লোকজন উৎপাদন করবে তার সমষ্টিই হচ্ছে মোট উৎপাদন কোন দেশের নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরের যে দেশের জনগণের বার্ষিক গড় আয় হলো সে দেশের মাথাপিছু আয়।
অর্থাৎ মাথাপিছু আয় = মোট জাতীয় উৎপাদন / মোট জনসংখ্যা।
- ( খ ) মাথাপিছু আয় বৃদ্ধির উপায় লিখবে ।
উত্তরঃ
২। সরকার বিভিন্ন উৎস হতে আয় করে এবং বিভিন্ন খাতে ব্যয় করে । শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ে বর্তমান সরকারের পদক্ষেপ গুলি উল্লেখ কর ।
- ( ক ) সরকারি অর্থব্যবস্থা কী লিখবে । |
উত্তরঃ অর্থনীতি যে শাখায় সরকারের আয় ও ব্যয় সম্পর্কে আলোচনা করা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে।
- ( খ ) সরকারি আয়ের উৎস এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে সরকারের ভূমিকা উল্লেখ লিখবে ।
উত্তরঃ সরকারি আয়ের এর উৎস গুলো হলঃ 1 বাণিজ্য শুল্ক আবগারি শুল্ক আয়কর মূল্য সংযোজন কর ভূমিরাজস্ব স্টাম্প।শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের ভূমিকা অপরিসীম সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও কর্মচারীদের জন্য অনুদান প্রতিকারের জন্য সরকারকে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় দেশের জনসাধারণকে সুচিকিৎসা প্রদানের উদ্দেশ্যে সরকার হাসপাতাল ও চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপন বিনামূল্যে ঔষধ প্রদান চিকিৎসক ও অন্যান্য কর্মচারীদের বেতন ও ভাতা প্রদান করে এসবের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়।
চতুর্থ অধ্যায়ঃ বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচয় । পঞ্চম অধ্যায়ঃ দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা যষ্ঠ অধ্যায়ঃ বাংলাদেশের পরিবহন ব্যবস্থা
খ বিভাগ- বাণিজ্যিক ভূগােল
১। বর্তমান ভুমিকম্প একটি অতিপরিচিত প্রাকৃতিক দুর্যোগ । ভূমিকম্পের ক্ষয় – ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি কী ধরণের পদক্ষেপ গ্রহণ করবাে ?
- ( ক ) ভূমিকম্প কী শিখবে ।
- ( খ ) ভূমিকম্পে কী ধরণের ক্ষয় – ক্ষতি হয় তা উল্লেখসহ ক্ষয় – ক্ষতি রােধে কী কী করণীয় লিখবে ।
Thanks
কিভাবেই যে লিখছে কোন সংখ্যা দিয়েও লেখে নাই অসুবিধার মধ্যে আছি
Vaiya amader bujte ektu somossha hocche plz notun kore updete koren plzzzzzz vaiya,, jate amader bujte subidha hoy
Ki babe lekhen apnara kisui buji na … ক বিভাগ খ বিভাগ kisui den na plzzz vaiya aktu bujaiya leikhen r taratari ans gula den…. Amdr hate beshi smy o nai
Vaiya amader bujte ektu somossha hocche plz notun kore updete koren plzzzzzz vaiya,, jate amader bujte subidha hoy