Suggestion

বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ এসএসসি ও এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার সঠিক নিয়ম

অনেক শিক্ষার্থী ভালো পরীক্ষা দেয়ার পরও পরীক্ষার ফলাফল খারাপ আসে।শেষে ক্ষেত্রে শিক্ষার্থীর করণীয় বোর্ড চ্যালেঞ্জ ছাড়া আর কিছু করার উপায় থাকে না। তাই অনেক শিক্ষার্থী কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় এই পদ্ধতি তারা জানে না আজকের এই আর্টিকেলটির মাধ্যমে বিভিন্ন আমরা জানিয়ে দেবো কিভাবে আপনার পুনরায় ফলাফল ও বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করে।

বোর্ড চ্যালেঞ্জ করলে কি হয়?

অনেকের ধারণা বোর্ড চ্যালেঞ্জ করলে কি হয়, তাদের উদ্দেশ্যে বলছি মনে করেন একটি বিষয়ে আপনি খুব ভালো পরীক্ষা দিয়েছেন বিষয়টিতে আপনি ৮০ প্লাস মার্কস পাবেন কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আপনার সেই পরীক্ষায় ফেল চলে আসলো তখন আপনার মনে রাগ ও খোবের সৃষ্টি হবে, মনে মনে খাতা মূল্যায়নকারীদের ওপর অসন্তুষ্টি হবেন আপনি, হয়তো ভাববেন ইচ্ছাকৃতভাবে আপনাকে তারা ফেল করিয়েছে।

কিন্তু না, উত্তর মূল্যায়ন পত্রকারী কখনোই এটা করবে না, হ্যাঁ তাদের মূল্যায়নের ক্ষেত্রে ত্রুটি হতে পারে কারণ মানুষ মাত্রই ভুল, তারা ইচ্ছাকৃতভাবে আপনাকে কখনোই ফেল করাবে না। এত বড়  বড় পাবলিক পরীক্ষাগুলোতে লক্ষ লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে, এখান থেকে টুকিটাকি ভুল হতেই পারে। কিন্তু আপনি যে সঠিক পরীক্ষার মূল্যায়নে বঞ্চিত হলেন তার কি হবে?

এর জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি সুন্দর সিস্টেম চালু করেছে যাকে বলা হয় বোর্ড চ্যালেঞ্জ বা খাতাপূর্ণ নিরক্ষণ।

বোর্ড চ্যালেঞ্জ কখন করা যায়:

সাধারণত পরীক্ষা ফলাফল পরের দিন থেকেই বোর্ড চ্যালেঞ্জ করা যায় তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্ধারিত সময় আছে সেই সময়ের মধ্যে শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জ করতে হবে অন্যথায় বোর্ড চ্যালেঞ্জ আবেদন সে করতে পারবে না।

আমরা আমাদের এই আর্টিকেলটির মাধ্যমে বিভিন্ন বোর্ড পরীক্ষার চ্যালেঞ্জ কিভাবে করতে হয় তা তুলে ধরব

PSC পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ: ২০২২

 মোবাইল ফোনের  এসএমএসের মাধ্যমেও আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন এসএমএসের মাধ্যমে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন তা হলো:

DPRSC (space) student id (space) subject code তারপর এসএমএস টি পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে।

তারপরে আপনার কাছে একটি এসএমএস আসবে সে এসএমএসে আপনার কাছে একটি পিন নাম্বার আসবে। আবেদনটি সম্পূর্ণ করতে হলে সেই পিন নাম্বারটা দিয়ে আগের মত এসএমএস টি সম্পন্ন করুন।

উদাহরণ:DPRSC (space)Yes (space)pin number (space) contact number লিখে ১৬২২২ নাম্বার সেন্ড করতে হবে।

JSC পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম: ২০২২

জেএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম নিচে দেওয়া হল, আপনাদের সুবিধার্থে আমরা ছবি আকারে নিচে জেএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মটি দিয়ে দিয়েছি আপনারা পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে নিয়ম গুলি নিজের কাছে রেখে দিন। খুব সহজ ও সুন্দরভাবে নিয়ম গুলো দেওয়া হয়েছে।

SSC পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২

এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম নিচে তুলে ধরা হলো

SSC (space) 1 three letter of bord( space) rool number (space) subject code লিখে ১৬২২২ এই নাম্বারে পাঠিয়ে দিন 

ফিরতি এসএমএসে একটি পিন কোড আসবে সেই পিন কোড টি দিয়ে একই নিয়মে পুনরায় এসএমএস করুন।

কোন পরীক্ষায় বোর্ড চ্যালেঞ্জ করলে কত ফ্রী :

. পিএসসি: ২৫০ টাকা বিষয় অনুসারে।

. জেএসসি: ২০০ টাকা বিষয় অনুসারে।

. এসএসসি: ২০০ টাকা প্রতিটি পত্র অনুযায়ী।

বোর্ড চ্যালেঞ্জ করতে যা যা লাগবে:

. আপনার রোল ও রেজিস্ট্রেশন নাম্বার।

. কোন বিষয়ের ওপর আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই বিষয়ের নাম ও বিষয় কোড।

. আপনার ফোন নাম্বার।

. ও আপনার বোর্ডের নাম্বার।

বোড চ্যালেঞ্জ করার পর আপনার করণীয় কি:

আপনার আবেদনটি সফল হলে আপনার টেলিটক সিম থেকে আবেদনের ফ্রি টাকা কেটে নেয়া হবে। এবং আপনার কাছে একটি কনফার্ম মেসেজ আসবে। সার্ভার সমস্যা থাকলে কনফার্ম এসএমএসটি আসতে কিছুটা সময় লাগতে পারে।

আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনার পরীক্ষার ফলাফল খারাপ আসলে শিক্ষা বোর্ড কে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া যাবে। তবে সেক্ষেত্রে আগে আপনি কনফার্ম হয়ে নিন আপনি পরীক্ষাটি ভালো দিয়েছেন কিনা। শিক্ষা সংক্রান্ত যেকোনো সঠিক তথ্য পেতে হলে আমাদের ওয়েবসাইটে আপনারা চোখ রাখুন।

Muntasir Srabon

Muntasir Srabon is a student of Masters Of Arts from National University Of Bangladesh under Rajshahi College. During his graduation he has taken different types of courses on Writing Skills. He has a lots of experienced of managing several article publishing websites. Now he is working as a Freelance Writer for different international projects.
Back to top button