তােমার ঘর পরিপাটি ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কাজ সহজকরণের যেসব কলাকৌশলগুলাে অবলম্বন করবে

ঘর পরিপাটি ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কাজ সহজ করার কলাকৌশল

আমরা জেনেছি সময় ও শক্তি হচ্ছে খুবই সীমিত দুটো সম্পদ। দুটোর মধ্যে সময় একেবারে সীমিত, যা সবার জন্য সমান।

কাজ সহজ করণ বলতে বোঝায়-

নির্দিষ্ট একটা কাজে অল্প সময় ও শক্তি ব্যয় করা
নির্দিষ্ট সময় ও শক্তি ব্যয় করে অধিক কাজ করা

কাজ সহজীকরণের বিভিন্ন রকম কলাকৌশলগুলো আয়ত্ত করে ফেললে কাজগুলো সহজ হয়ে যায় এবং সময়ের সদ্ব্যবহার নিশ্চিত হয়। আমার ঘর পরিপাটি ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কাজ সহজকরণে যে কৌশলগুলো অবলম্বন করব তা নিচে উল্লেখ করা হলো-

দেহের অবস্থান গতিতে পরিবর্তন: কাজ করার সময় দেহের সঠিক অবস্থান ও ভঙ্গি বজায় রাখলে কম শক্তি ব্যয় বেশি কাজ করা যায়। যেকোন কাজ করার সর্বোচ্চ ও স্বাভাবিক পরিসর সম্পর্কে ধারনা থাকলে কম শক্তি ব্যয়ে সহজেই কাজটি করা যায়।

কাজ করার স্থানে ও কাজের সরঞ্জামের পরিবর্তন: কাজের জন্য স্থান ও সাজ-সরঞ্জামের প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে কাজ সহজ করা যায়। প্রত্যেক কাজের একটা নির্দিষ্ট স্থান থাকে এবং সেখানে কাজটি করতে পারলে সময় শক্তির অপচয় রোধ করা যায।

কাজে বিভিন্ন উপকরণের পরিবর্তন: আজকাল গৃহের কাজ সহজ করার জন্য বিকল্প উপকরণের ব্যবহার করা হয়। যেমন- ডিসপোজেবল থালা, গ্লাস ইত্যাদি। এগুলো একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়। ফলে কাজ অনেক সহজ হয়ে যায়।

সবশেষে আমরা বলতে পারি যে, কাজ সহজ করনের আরো কিছু উপায় আছে যার মাধ্যমে আমরা সহজেই আমাদের কাজগুলো করে ফেলতে পারি। তবে আমরা যেই কাজই করতে চাই না কেন তা আগে থেকেই তালিকা করে রাখলে কাজ অনেক বেশি সহজ হয়ে যায়।