সরকারি অনার্স কলেজের তালিকা ২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সেরা সরকারি কলেজের তালিকা

এইচএসসি পরীক্ষার পর সাধারণত অনেকেই সরকারি কলেজে অনার্স করার জন্য আগ্রহী হয়ে থাকেন। তাই অনার্স করার ক্ষেত্রে দেশের কোন সরকারি কলেজ গুলো ভালো সেগুলো আপনার জানা খুবই দরকার। আপনি যদি কলেজ সম্পর্কে না জানেন তাহলে আপনি সঠিক কলেজটি নির্বাচন করতে পারবেন না।আপনি কি অনার্স করার জন্য সরকারি কলেজ খুঁজছেন।

তাহলে আমরা আমাদের আর্টিকেলটির মাধ্যমে জানিয়ে দেবো দেশের শীর্ষ কলেজ গুলোর সম্পর্কে। আরো জানিয়ে দেবো সরকারি কলেজের রেংকিং সম্পর্কে। অনার্স কৃত সরকারি কলেজগুলো সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে হয়ে থাকে। তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয়।

প্রতিবছর লক্ষ লক্ষ শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চ স্তর অনার্স ,মাস্টার্স ও ডিগ্রী এই কোর্সগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটি বিশাল অংকের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে, তাই উচ্চশিক্ষার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

সদ্য যারা এইচএসসি পরীক্ষায় পাস করেছেন, আপনারা অনেকেই অনার্স ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে, তাই তারা কোথায় কোন কলেজে ভর্তি হবেন এই নিয়ে চিন্তায় রয়েছে আমরা আজকে সেরা কিছু কলেজ সম্পর্কে আপনাদের জানাবো।

অনার্স এর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেরা দশটি কলেজ ২০২২

. রাজশাহী কলেজ, রাজশাহী।

. সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।

. ইডেন মহিলা কলেজ ,ঢাকা কলেজ ,ঢাকা।

. ঢাকা কমার্স কলেজ ,ঢাকা।

. গভনমেন্ট সাদাত কলেজ ,টাঙ্গাইল।

. আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ।

. সরকারি এডওয়ার্ড কলেজ ,পাবনা

. বর্জমোহন কলেজ বরিশাল।

. লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা।

১০. সরকারি বঙ্গবন্ধু কলেজ ,ঢাকা।

অনার্সের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কলেজগুলোর তালিকা: ২০২২

নিচের অংশে অনার্সের জন্য সরকারি কিছু কলেজের নাম দেওয়া হল। বাংলাদেশের বিভাগ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত সেরা সরকারি কলেজ গুলোর তালিকা দেয়া হলো। অনার্স করার জন্য সেরা কলেজগুলো নির্বাচনের ক্ষেত্রে, কোন কলেজ গুলো ভালো সেটা জানা আপনার খুবই জরুরী একটি বিষয়।

সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সেরা কলেজগুলোর নাম প্রকাশিত করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হারুন আর রশিদ সেরা কলেজগুলোর নাম প্রকাশিত করেন। একটি বিষয় জেনে রাখা ভালো জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে 685 টি কলেজ অধিভুক্ত রয়েছে।

বিভাগ অনুযায়ী অনার্স সরকারি  কলেজ গুলো তালিকা নিচে বর্ণনা করা হলো:

ঢাকা বিভাগ:

. সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল

. সরকারি রাজেন্দ্র কলেজ ,ফরিদপুর।

. সরকারি গুরুদয়াল কলেজ।

চট্টগ্রাম বিভাগ:

. সরকারি ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা।

. ফেনী সরকারি কলেজ, ফেনী।

. চট্টগ্রাম সরকারি কলেজ ,চট্টগ্রাম।

. সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।

. সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ ,চট্টগ্রাম।

৬ চাঁদপুর সরকারি কলেজ ,চাঁদপুর।

. বাহ্মনবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া।

রাজশাহী বিভাগ:

. রাজশাহী কলেজ, রাজশাহী।

. সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।

. সরকারি এডওয়ার্ড কলেজ ,পাবনা।

.  এন .এস সরকারি কলেজ ,নাটোর।

.সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ।

. দাউদকান্দি কলেজ, রাজশাহী।

খুলনা বিভাগ

. সরকারি বজলাল কলেজ ,খুলনা।

. সরকারি এম এম কলেজ ,যশোর।

. কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, কুষ্টিয়া।

. যশোর সরকারি মহিলা কলেজ, যশোর।

সিলেট বিভাগ

. এম সি কলেজ, সিলেট।

. দক্ষিণ সুরমা কলেজ ,সিলেট।

. মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার।

. বৃন্দাবন সরকারি কলেজ ,হবিগঞ্জ।

. সরকারি মহিলা কলেজ ,সিলেট।

. মদনমোহন কলেজ ,সিলেট।

. সরকারি শ্রীমঙ্গল কলেজ, মৌলভীবাজার।

রংপুর বিভাগ

. কারমাইকেল কলেজ, রংপুর

. দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর।

. রংপুর সরকারি কলেজ ,রংপুর।

. সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর।

. কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম।

. লালমনিরহাট সরকারি কলেজ ,লালমনিরহাট।

. গাইবান্ধা সরকারি কলেজ ,গাইবান্ধা।

বরিশাল বিভাগ

.সরকারি বজ্রমহান কলেজ, বরিশাল।

. সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ,বরিশাল।

. সরকারি সোহরাওয়ার্দী কলেজ ,পিরোজপুর।

ময়মনসিংহ বিভাগ

. সরকারি আনন্দমোহন কলেজ ,ময়মনসিংহ।

২ নেত্রকোনা সরকারি কলেজ ,নেত্রকোনা।

. ইসলামপুর কলেজ ,জামালপুর।

. শহীদ স্মৃতি সরকারি কলেজ ,মুক্তাগাছা ,ময়মনসিংহ।

তাই যারা সরকারি অনার্স কলেজে ভর্তি হতে ইচ্ছুক তাদের এই উপরোক্ত কলেজগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। আমরা এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের অনেক সহযোগিতার চেষ্টা করলাম আপনাদের যদি শিক্ষা বিষয়ক কোন কিছু জানার থাকে আপনি আমাদের ওয়েবসাইডে চোখ রাখুন।