আমরা প্রত্যেকেই জানি জানাজার নামাজ কেন পড়া হয় বা কিভাবে পড়া হয়। তবে তা জানলেও অনেকেই জানে না জানাজার নামাজের দোয়া সম্পর্কে। কেননা অনেকের ক্ষেত্রেই সেই সুযোগটি হয়ে ওঠেনি যে সময়টিতে জানাজার নামাজের দোয়া শিখে ওঠা যায়। তবে আপনি যেহেতু জানাজার নামাজের দোয়া শিখতে আগ্রহী। সেক্ষেত্রে আপনি এক্ষুনি জেনে নিতে পারবেন জানাযার নামাজের সঠিক দোয়া গুলো সম্পর্কে।
যে সমস্ত মুমিন মুসলমান ব্যক্তিরা জানাজার নামাজের দোয়া সম্পর্কে জানতে চান বা শিখতে চান। তাদের জন্য আমরা এই নিবন্ধনে প্রকাশ করেছি জানাজার নামাজের সঠিক দোয়া গুলো যাতে করে আপনারা খুব সহজেই আমাদের এই আর্টিকেল অনুযায়ী জেনে নিতে পারেন জানাজার দোয়া গুলো।
তাই আর দেরি না করে এক্ষুনি আমাদেরই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। এবং জেনে নিন কোন দোয়া পড়ে জানাজার নামাজ পড়া যায়।
জানাজার নামাজ প্রতিটি মুসলমানের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এই জানাজার নামাজ পড়া প্রতিটি মুসল্লিদের জন্যই সওয়াব বর্ধন। যার মাধ্যমে প্রতিটি মুসলমানিরাই অনেক সওয়াব অর্জন করে থাকে। এমনকি এই জুম্মার নামাজের মধ্য দিয়েই মৃত ব্যক্তির জন্য ক্ষমার সুপারিশ করা হয় মহান রাব্বুল আলামিনের কাছে।
একটি জানাযার নাম আছে যত বেশি মানুষ হবে ঠিক তারা তাই বেশি সওয়াব অর্জন করবে মুসল্লিরা এবং মৃত ব্যক্তির জন্য আরও বেশি বেশি ক্ষমার সুপারিশ জানানো হবে। তাই প্রত্যেকেরই উচিত জানাজার নামাজের অংশ নেয়া। তবে অনেকেই জানে না জানাজার নামাজ কিভাবে পড়াতে হয় বা জানাজার নামাজের দোয়া গুলো। তাই যে সমস্ত মুসল্লিরা এখন পর্যন্ত জানাজার নামাজের নিয়ম এবং দোয়া গুলো জানেন না তারা জেনে নিন নিচের লেখাগুলো থেকে।


১. জানাজার নামাজ শুরু হবার আগেই প্রত্যেক মুসল্লিরা গাধারবদ্ধভাবে দাঁড়াবে।
২. জানাজার নামাজ এর সময় ইমামকে মৃত ব্যক্তির বুক বরাবর দাঁড়াতে হবে।
৩. জানাজার নামাজে আল্লাহর ইবাদত হিসেবে সকলেই জানাজার নামাজের নিয়ত করবে।
৪. মনে মনে জানাজার নামাজের নিয়ত করা উত্তম। তাই প্রত্যেককেই মনে মনে জানাজার নামাজের নিয়ত করতে হবে।
৫. এবং তাকদীরের দাহুরিমা বলে কান পর্যন্ত হাট উঠাতে হবে।
৬. এরপরে ছানা পড়তে হবে,,
سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَجَلَّ ثَنَاءُكَ وَلاَ اِلَهَ غَيْرُكَ
বাংলা উচ্চারণ:সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা,ওয়া তাআলা ঝাদ্দুকা ওয়া ঝাল্লা ছানাউকা ওয়া লা ইলাহা গাইরুকা।
৭.এরপর দ্বিতীয় তাকদীর বলার পর দরুদ শরীফ পড়তে হবে।
اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدُ، اَللّهُمَّ بَارِكْ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ।
বাংলা উচ্চারণ : আল্লা-হুম্মা ছাল্লি আলা মুহাম্মাদিউঁ ওয়া আলা-আ-লি মুহাম্মাদিন কামা ছাল্লাইতা আলা ইবরা-হিমা ওয়া আলা আ-লি ইবরাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লা-হুম্মা বা-রিক আলা মুহাম্মাদিউঁ ওয়া আলা-আ-লি মুহাম্মাদিন কামা বা-রাকতা আলা ইবরা-হিমা ওয়া আলা আ-লি ইবরাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।
৮.তৃতীয় তাকদীর বলে মৃত ব্যক্তির জন্য এবং প্রতিটি মুসলমান ব্যক্তির জন্য দোয়া করতে হবে। হাত না উঠিয়ে।
৯. তারপর চতুর্থ তাকবির বলতে হবে। হাত বেঁধে
১০. এরপর ডান ও বাম দিকে সালাম ফেরাতে হবে।
এতক্ষণে আপনারা প্রত্যেকেই জানতে পেরেছেন জুম্মার নামাজ পড়ার সঠিক নিয়ম গুলো এবং বেশ কিছু দোয়া। এই নিয়মগুলো অনুসরণ করে আপনি যদি কারোর জানাজার নামাজ পড়ার চান সেক্ষেত্রে আপনি সঠিক নিয়মে পড়াতে পারবেন বলে মনে করছি।
শিশুদের জানাজার দোয়া:
বড়দের এবং শিশুদের জানাজার নামাজের নিয়ম একই হলেও এই জানাজার নামাজের দোয়া প্রায় ভিন্ন।শিশুদের জানাজার জন্য যে সমস্ত দোয়া পাঠ করতে হয় সেগুলো নিয়ে নিচে আলোচনা করছি।
اللَّهُمَّ أَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْر
উচ্চারণ : ‘আল্লাহুম্মা আইযহু মিন আযাবিল কবরি।
اللَّهُمَّ اجْعَلْهُ لَنَا سلفا وفرطا وذخرا وَأَجرا
উচ্চারণ :‘আল্ল-হুম্মাজআলহু লানা সালাফান ওয়া ফারাত্বান ওয়া যুখরান ওয়া আজরান।
এই নির্দিষ্ট দুইটি দোয়া দিয়েই আপনারা শিশুদের জানাজার নামাজ পড়াতে পারবেন।