Assignment

৯ম শ্রেণির জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২

নবম শ্রেণী শিক্ষক ও শিক্ষার্থীরা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। যার ফলে তারা বিদ্যালয় থেকে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে পেরেছে। ২০ সপ্তাহ ব্যাপী এসাইনমেন্ট চলমান থাকবে। প্রতিটি বিষয় এর কাজ দেয়া হবে সর্বনিম্ন চার সপ্তাহ একটি বিষয় ধার্য করা হয়েছে। দ্বিতীয় সপ্তাহের এসাইনমেন্টে বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় জীববিজ্ঞান অন্তর্ভুক্ত করা হয়েছে। যার সমাধান আমরা এখন দিতে চলেছে।

৯ম শ্রেণির জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট

 

নিচের সংকেতগুলো অনুসরণ করে Margulis এর শ্রেণীবিন্যাস অনুযায়ী জীবজগতের পাঁচটি রাজ্যের বৈশিষ্ট্য তুলনামূলকভাবে উপস্থাপন করো এবং নিচে উল্লেখিত তোমার পরিচিত জীবগুলো তাদের বৈশিষ্ট্য অনুযায়ী রাজ্যের অন্তর্ভুক্ত করে ছকটিতে দেখাও।

সংকেত

166993816-185274606737087-2515990662048984750-n

 

১। কোষের প্রকৃতি ও সংখ্যা

উপস্থিত বাস্তবজীবনে। জীবের

২। নিউক্লিয়াসের গঠন

ভালাে শ্রেণিবিন্যাসের

৩। সাইটোপ্লাজমীয় অঙ্গানুসমূহ

৪। কোষ বিভাজন

৫। খাদ্যাভাস

৬। জনন পদ্ধতি

৭। ভ্রণ গঠন

(খ) কোনটি কোন রাজ্যের উপস্থিত অন্তর্ভুক্ত তা দেখাও:

১। আমগাছ ২। আমাশয়ের জীবাণু ৩। দোয়েল ৪। রাইজোবিয়াম ৫। মিউকর ৬। সাইকাস। ৭। শামুক ৮। অ্যাগারিকাস ৯। নিউমােকক্কাস ১০। স্পাইরােগাইরা

৯ম শ্রেণির জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান

২য় অধ্যায়- | • জীবকোষ ও টিস্যু

অ্যাসাইনমেন্ট-২:

কাগজ সুতা এবং রং ব্যবহার করে একটি আদর্শ উদ্ভিদ কোষের মডেল প্রস্তুত কর।

১। ১৮ ইঞ্চি দৈর্ঘ্য ও ১২ | অতি উত্তম কাগজ, সুতা এবং রং ব্যাবহার | ইঞ্চি প্রস্থের শক্ত সাদা | ১। উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য করে একটি আদর্শ উদ্ভিদকোষের | কাগজ ব্যাবহার করবে। | নির্দেশকারী অঙ্গানুসহ সব মডেল প্রস্তুত কর।

২। সহজলভ্য সুতা ও রং | অঙ্গানুর সঠিক উপস্থাপন ব্যাবহার করে কাজটি ২। লক্ষণীয় মাত্রায় নান্দনিক করবে।

৩। লক্ষণীয় মাত্রায় সৃজনশীল ৩। অঙ্গানুসমূহ সঠিকভাবে | উত্তম । চিহ্নিত করতে হবে। | ১। উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য ৪। নিজ পাঠ্যপুস্তকসহ | নির্দেশকারী অঙ্গানুসহ প্রয়ােজনে উপরের বা| অধিকাংশ অঙ্গানুর সঠিক নিচের শ্রেণির পাঠ্যপুস্তকের | উপস্থাপন সাহায্য নেওয়া যেতে | ২। অধিকাংশ ক্ষেত্রে নান্দনিক পারে।

৩। অধিকাংশ ক্ষেত্রে সৃজনশীল ৫। পচনশীল কোনাে বস্তু ব্যাবহার করা যাবে না। | ১। উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য

 

অ্যাসাইনমেন্ট-৩:

হাত তােমার দেহের একটি অঙ্গ যার মধ্যে সবধরণের টিস্যু বিদ্যমান, | কোন টিস্যটি হাতের কোথায় অবস্থান করছে এবং কি কাজ করছে চিত্রসহ পােস্টার পেপারে উপস্থাপন কর।

অ্যাসাইনমেন্ট-৪:

কোষ বিভাজনকালে ক্রোমজোমে নানারকম পরিবর্তন দেখা যায়। চিহ্নিত চিত্রের সাহায্যে এই পরিবর্তনের সবগুলাে ধাপ ধারাবাহিকভাবে উপস্থাপন কর।।

কোষ বিভাজনের ধারণা | • কোষ বিভাজন এবং তার | ১৩ ব্যাখ্যা করতে পারব। প্রকারভেদ

কোষ বিভাজনের | • মাইটোসিস। প্রকারভেদ বর্ণনা করতে মাইটোসিসের পর্যায়সমূহ পারব।

মিয়ােসিস মাইটোসিস ব্যাখ্যা করতে পারব। মাইটোসিসের পর্যায়সমূহ বর্ণনা করতে পারব। জীবদেহে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব। মিয়ােসিস ব্যাখ্যা করতে

পারব। জননকোষ উৎপাদনে মিয়ােসিসের তাৎপর্য ব্যাখ্যা

করতে পারব। জীবনের ধারাবাহিকতা রক্ষায় কোষ বিভাজনের অবদান উপলব্ধি করতে পারব।

১। বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতার অভাব ২। সঠিক চিত্র অঙ্কনের অভাব ৪। অধিকাংশ ক্ষেত্রে বাক্য

গঠন ও বানান ভুল। ১। পােস্টার পেপার এর | অতি উত্তম ব্যাবস্থা না থাকলে | ১। প্রতিটি ধাপে ক্রোমজোমের ক্যালেন্ডারের পিছনের সাদা | ক্রম পরিবর্তনের ধারাবাহিকতা। পৃষ্ঠা ব্যাবহার করা যেতে | | ২। প্রয়ােজনীয় তথ্য ও চিত্রের পারে।

সুস্পষ্টতা ২। নিজ পাঠ্যপুস্তকসহ | ৩। বাক্য গঠন ও বানান সঠিক প্রয়ােজনে উপরের বা | ৪। ভাষাগত সহজবােধ্যতা ও নিচের শ্রেণির পাঠ্যপুস্তকের | নান্দনিক উপস্থাপন সাহায্যে নেওয়া যেতে | উত্তম পারে।

১।

| ক্রোমজোরে ৩। স্পষ্টকরণের লক্ষ্যে | ক্রমপরিবর্তনের ধারাবাহিকতা সাইন পেন/মার্কার এর | অধিকাংশ ক্ষেত্রে সঠিক কালির রং নির্বাচনের ক্ষেত্রে | ২। অধিকাংশ ক্ষেত্রে সচেতন থাকতে হবে। | প্রয়ােজনীয় তথ্য ও চিত্রের

সুস্পষ্টতা

৩। অধিকাংশ ক্ষেত্রে বাক্য গঠন ও বানান সঠিক ৪। অধিকাংশ ক্ষেত্রে ভাষাগত সহজবােধ্যতা ও নান্দনিকতা ভালাে ১। ক্রোমজোম এর ক্রমপরিবর্তনের ধারাবাহিকতা আংশিক সঠিক ২। আংশিক ক্ষেত্রে প্রয়ােজনীয় তথ্য ও চিত্রের সুস্পষ্টতা ৩। বাক্য গঠন ও বানান আংশিক সঠিক

শিখনফল

অ্যাসাইনমেন্ট

নির্দেশনা

মূল্যায়ন নির্দেশনা/রুব্রিক্স

অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ | শিক্ষাক্রমে নম্বর ও শিরােনাম/বিষয়বস্তু বরাদ্দকৃত

পিরিয়ড সংখ্যা।

৪। আংশিক ভাষাগত সহজবােধ্যতা ও নান্দনিকতা অগ্রগতি প্রয়ােজন। ১।।

ক্রোমজোমের ক্রমপরিবর্তনের ধারাবাহিকতার অভাব। ২। চিত্রের অস্পষ্টতা ও অপ্রয়ােজনীয় তথ্যের উপস্থিতি। ৩। অধিকাংশ ক্ষেত্রে বাক্য গঠন ও বানান ভুল ৪। ভাষাগত সহজবােধ্যতা ও নান্দনিকতার অভাব।

Muntasir Srabon

Muntasir Srabon is a student of Masters Of Arts from National University Of Bangladesh under Rajshahi College. During his graduation he has taken different types of courses on Writing Skills. He has a lots of experienced of managing several article publishing websites. Now he is working as a Freelance Writer for different international projects.
Back to top button