Assignment

Class 7 3rd Week Assignment Answer 2022

Class 7 3rd Week Assignment has published now on the official website of www.dshe.gov.bd. According to the new assignment we saw that there are two subject are added into this weekend. Lets present this weekend assignment answer.

Class 7 3rd Week Assignment Answer

Are you searching class 7 3rd week assignment answer. We have been providing all weekends assignment. Like other weekend we have added this weekend answer which is solved by experienced teacher. So, do not waste you time collect it from here.

page-007


page-006
page-005

Class 7 Math 3rd Week Assignment Answer

৭ম শ্রেণির ৩য় সপ্তাহের গণিত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস ও এ্যাসাইনমেন্ট

বিষয়ের নাম: গণিত, এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নং-০১;

অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম: প্রথম অধ্যায়, মূলদ ও অমূলদ সংখ্যা;

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও শিরােনাম/ বিষয়বস্তু:

১. সংখ্যার বর্গ ও বর্গমূল;
২. উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল;
৩. সংখ্যার বর্গমূল নির্ণয়;
৪. মূলদ ও অমূলদ সংখ্যা;
৫. সংখ্যারেখায় মূলদ ও অমূলদ সংখ্যার অবস্থান;

৭ম শ্রেণি গণিত ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ

১. তুমি একটি তিন অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় কর।

২. একটি সৈন্যদলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানাে যায় কিন্তু বর্গাকারে সাজানাে যায় না। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানাে যাবে, তা নির্ণয় কর।

সপ্তম শ্রেণির গণিত এ্যাসাইনমেন্ট ১ লেখার নির্দেশনা:

১. উৎপাদক ও ভাগ প্রক্রিয়ায় সংখ্যাটির বর্গমূল নির্ণয় করবে।

২. প্রদত্ত সংখ্যাগুলাের ল.সা.গু. নির্ণয় করে, সারিতে সাজানাে সৈন্য সংখ্যা বের করবে। প্রাপ্ত সৈন্য সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে উৎপাদকের জোড়া তৈরির মাধ্যমে পূর্ণ বর্গসংখ্যা তৈরি করে সৈন্য সংখ্যা নির্ণয় করবে।

মূল্যায়ন রুব্রিক্স:

বর্গসংখ্যা লিখন;
উৎপাদক ও ভাগ প্রক্রিয়ায় সংখ্যাটির বর্গমূল নির্ণয়;
সারিতে সাজানাে সৈন্যসংখ্যা নির্ণয়;
বর্গাকারে সাজানাে সৈন্য সংখ্যা নির্ণয়;

Class 7 Agriculture 3rd Week Assignment Answer

বিষয়ের নাম: কৃষি শিক্ষা, এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নং-০১;

অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম: প্রথম অধ্যায়, কৃষি এবং আমাদের সংস্কৃতি;

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও শিরােনাম/ বিষয়বস্তু:

১: পরিবার গঠনে কৃষি;
২: সমাজ গঠনে কৃষি;
৩: কৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা;
৪: কৃষি পরিবেশ, বাংলাদেশের ঋতুচক্র ও কৃষিজ উৎপাদন পাঠ;
৫: কৃষিজ উৎপাদনে বৈচিত্র্য;
৬: উদ্যান ফসলের বৈচিত্র্য;
৭: কৃষিতে প্রাণিজ উৎপাদনের বৈচিত্র্য;
৮: বাংলাদেশের কৃষি ও সংস্কৃতি;

কৃষি শিক্ষা বিষয়ের ৩য় সপ্তাহের সপ্তম শ্রেণির এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:

তাহিরপুর গ্রামের আদর্শ কৃষক রফিক তার বাড়িটি একটি আদর্শ খামারে পরিণত করেছেন। তিনি বাড়ির পাশের জমিতে ধান, গম চাষ করেন। বাড়িতে ফল, শাকসবজি, ভেষজ উদ্ভিদ ও কাষ্ঠল গাছ রােপন করেছেন।

পাশাপাশি তিনি পুকুরে মাছ চাষ, হাঁস-মুরগি পালন ও গরু-ছাগল লালন-পালন করেন। তােমার দেখা এরূপ একজন কৃষক গ্রামের আর্থ সামাজিক উন্নয়নে কীভাবে ভূমিকা পালন করছেন। নিচের প্রশ্নগুলাের আলােকে উত্তর দাও-

১. পরিবারের মৌলিক চাহিদা পূরণে তার ভূমিকা কী?

২. তার কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে সহায়তা করতে পারে?

৩. তােমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বি করতে তিনি কীভাবে সহায়তা করতে পারবেন?

এ্যাসাইনমেন্ট এর উত্তর লেখার নির্দেশনা:

১. অ্যাসাইনমেন্ট তৈরি করতে এনসিটিবি প্রণীত ২০২১ শিক্ষাবর্ষের কৃষিশিক্ষা পাঠ্য বই এ প্রদত্ত প্রথম অধ্যায়ের পাঠ ১, ২ ও ৩ থেকে সহায়তা নেওয়া যেতে পারে;

২. এছাড়াও বিষয় শিক্ষক, অভিভাবক, ইন্টারনেট ও কৃষি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি বর্গের সহায়তা নেওয়া যেতে পারে;

মূল্যায়ন নির্দেশক/রুব্রিক্স:

অতি উত্তম:

১. সকল প্রশ্নের উত্তরের বিষয়বস্তু পরিপূর্ণ মাত্রায় সঠিক ও ধারাবাহিক;
২. তথ্য, ধারণা পাঠ্যপুস্তকের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ;
৩. লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা;

উত্তম:

১. অধিকাংশ প্রশ্নের উত্তরের বিষয়বস্তু সঠিক ও ধারাবাহিক;
২. তথ্য,ধারণা পাঠ্যপুস্তকের সাথে অধিকাংশ ক্ষেত্রেই সঙ্গতিপূর্ণ;
৩. লেখায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা।

ভালাে:

১. অধিকাংশ প্রশ্নের উত্তরের বিষয়বস্তু সঠিক হলেও ধারাবাহিকতার অভাব;
২. তথ্য, ধারণা পাঠ্যপুস্তকের সাথে আংশিক সঙ্গতিপূর্ণ;
৩. লেখায় সামান্য মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা;

অগ্রগতি প্রয়ােজন:

১. প্রশ্নের উত্তরের বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতার অভাব;
২. তথ্য, ধারণা পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতির অভাব;
৩. লেখার নিজস্বতা ও সৃজনশীলতা অনুপস্থিত;

Class 7 Home Science 3rd Week Assignment Answer

২০২১ সালের ৭ম শ্রেণির ৩য় অ্যাসাইনমেন্ট এর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের এ্যাসাইনমেন্ট খুব শিগ্রই আমাদের ওয়েবসাইটে প্রকাশিতে হবে। প্রকাশিত হওয়ার সাথে সাথে তোমরা চাইলে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে।

বিষয়ের নাম: গার্হস্থ্য বিজ্ঞান, এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নং-০১;

অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম: প্রথম অধ্যায়

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও শিরােনাম/ বিষয়বস্তু:
৩য় সপ্তাহের ৭ম শ্রেণি এ্যাসাইনমেন্ট গণিত, কৃষি ও গার্হস্থ্য বিজ্ঞান পিডিএফ ডাউনলোড করুন
পিডিএফ ডাউনলোড করুন
নমূনা উত্তর দেখুন

২০২১ সালের তোমাদের জন্য প্রণীত বিভিন্ন সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রশ্ন সবার আগে পেতে, সমাধান সংক্রান্ত বিভিন্ন তথ্য ও মূল্যায়ন তথ্য পেতে বাংলা নোটিশ এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নাও;

নিচের Download From Google PlayStore এ ক্লিক করে ডাউনলোড করতে পারবে।

Muntasir Srabon

Muntasir Srabon is a student of Masters Of Arts from National University Of Bangladesh under Rajshahi College. During his graduation he has taken different types of courses on Writing Skills. He has a lots of experienced of managing several article publishing websites. Now he is working as a Freelance Writer for different international projects.
Back to top button