Last night, a new song has gone viral on social media, as a result of which a song is at the peak of popularity in the whole of Bangladesh, including our neighboring country India. This song was released under the popular production company G series of Bangladesh. The song is titled Bazar Gorom and the lyrics have been arranged based on the rising prices in the current market.
Those who have already heard this song on social media have praised the song, due to which many people are interested in this song sung by Ali Hasan. The song was officially released on YouTube yesterday on 17th August and the video of the song features several popular actors who have praised themselves in the video by looking at their acting skills very nicely. There are many of you who are impressed with the song, how to collect this song and have already downloaded the song from YouTube.
But right now we are going to share some information with you on the basis of which you can easily collect the complete lyrics of Bazar Gorom song. As of the latest update of the song we can see that more than 5 lakh people have watched the song on YouTube and currently the song is in training in Bangladesh. For those of you who want to know the detailed information about the song, we have shared the complete information of the song here and also we have presented the complete lyrics of the song for you.
Aly Hasan had a song before and got huge popularity and the lyrics of this song were arranged referring to the current business situation in our country. After a long wait, this popular artist has come in front of us with some new songs on the next stage. Due to which the lyrics and songs of this industry can be liked by many people and in this case we have uploaded the full lyrics of the song here for you.
Bazar Gorom Aly Hasan Song Lyrics
This new song titled Bazar Gorom has gained so much popularity on social media after its release that you want to know the complete lyrics of the song right now. Several websites have already shared it but we are going to share the complete original lyrics with you. Looking at the song we can see that there are several artists who have sung the song with great care and they have usually participated in the video of this song.
The lyrics of the song are usually based on the problems faced by the lower and middle class families due to our current raw market, meat market, fish market, and the rising prices of our daily necessities. After watching the video of the song, we understand that the song has tried to highlight the current social situation in a very beautiful way. Here those who played the roles of father and son have acted very beautifully and the lyrics are so beautiful that everyone is bound to love this song.

Song : Bazar Gorom (বাজার গরম)
Singer : Aly Hasan, Siam Hawlader, Mr. Rizan, Sadi Vai, Uday, Manam, Aamin Ale, Rakib Hasan, Maruf Akan, Ahmad Shuvo, Alim Khandaker & Jasmin Setu
Cast : Aly Hasan, Tawhid, Sadi Vai, Ahmad Shuvo, Rakib Hasan, Manam, Uday, Siam Hawlader, Aamin Ale, Maruf Akan, Alim Khandaker, Mr. Rizan, Sohel, Nasir, Danesh, Hamimuzzaman Hamim, Rubel Sikder, Alvi, Emon, Hanif, Muslim & Shila Akter
Lyric & Tune : Aly Hasan
Music, Mix & Mastering : Shochi Shams
Hook Beats : Rakib Hassan Hypernation
Edit & Color : Studio Walli
Lights Controller : Limon Khan
Production Controller : RT Shaheen
Assisted By Akash Ahmed
Director & Dop : Nasimul Mursalin Shakkhar
Co-ordinated by : Isha Khan Duray
Language : Bangla
Label : G Series
আজকা তোর মায়ে খাইছে আমারে
চাল, ডাল, নুন, তেল নাইকা সংসারে,
মাছ গোস হইবো না পাঁচশ হাজারে
যাই দেখি বাপে পুতে মিইল্লা বাজারে।
আজকা তোর মায়ে খাইছে আমারে
চাল, ডাল, নুন, তেল নাইকা সংসারে,
মাছ গোস হইবো না পাঁচশো হাজারে
যাই দেখি বাপে পুতে মিইল্লা বাজারে।
ভালো আছেন ভাই
বাড়ির সবাই আছে কি রকম?
দোয়া করছেন যে রকম
রাখছে আল্লাহ হে রকম।
বেতন পাই যে সে রকম ভাবতাছে উনি
যে কয় টাকা বেতন পায় সবই ছিনেন উনি,
এক মাসের বাজার সদাই একেবারে কিনি
আটা ময়দা চিনি খালি এ টাকাটাই ঋণী।
ভেরি গুড, ভেরি গুড
আরেকজন কয় ভেরি গুড,
আমরা নিয়া সুইট বুড লাগাইয়া রবিনহুড
কোথা সে পাল দিছি পিছে নাইকা প্যারাসুড।
বুঝছি ভাই আমিও
দিন আনি দিন খাই!
শরীর-স্বাস্থ্য দেইখা মানুষ
মনে করে পিনিক খাই,
এক কেজি তেল দেন পাঁচ কেজি চাল
পাঁচশ টাকা শেষ লগে আধা কেজি ডাল।
পূরণ করতে পারবো না তো
বাজারের যে ফাইল,
আবার বাসায় গিয়া শুনুম
আপনার ভাবির মুখে গাল।
ওই সইরা খারা শরু গরু আইতাছে গরু
কি কইতাছেন ধুরু নাটক না ঢুকতেই শুরু,
এক কেজি গরুর মাংসের দাম যদি হয় নয়শো
খিল মারাও ফালাইবে না দাঁতের চিপার মাংস।
তারপরও তো মোটামুটি মানুষ নিচ্ছে জমাইয়া
আধা কেজি মাংস দিবেন হাড্ডিমাড্ডি কমাইয়া।
সময় লাগবে ওয়েট কর না পারলে মরা ধরা
খুঁইজা আইনা ফাইট কর।
দেখতেছিস না সিরিয়ালে মানুষ রয়েছে খাড়াইয়া
আধা কেজি মাংস নিতে দশ জন আইছে পাড়ায়া,
কোন লাভ নাই খাড়াইয়া হাঁস না হলে মুরগি,
জলদি কন কার কি? লারকা নাকি লারকি?
সরকারি চাকরির জাগো তারাই খাইবো টার্কি।
ফার্ম কেজি দুইশো, দেশি নিলে ছয়শো
হাসের জোড়া বারোশো,
যার লাগবে সে আসো।
পকেটে টাকা আছে
আর মাত্র পাঁচশো বাবা,
গরু মুরগির দাম বেশি
আজকে সবাই মাছ খাবা।
চিংড়ি-মিংড়ি, রুই-টুই
বোয়াল নাকি কাতলা?
শিং মাছ নিয়া ভাবীরে
ঝোল রান্তে কন পাতলা।
ইলিশ আছে দিয়ে দেই
কালকে আবার বৈশাখ,
ভাবসাব দেইখা হাম গো
মনে হয় কি লাট সাব?
গরীব মানুষের বৈশাখ
ইলিশ মাছ না পুঁইশাক,
সিলভার কার্প না তেলাপিয়া?
আমারে দেন পাঙ্গাস মিয়া।
এই মাছ ধরতেও ঘৃণ লাগে হাত দিয়ে
দেখছেন কি কয়? এর লাগে ঘৃণা!
বাজারের সব জিনিসই স্বর্ণের দামে কেনা।
হ গু খায় সব মাছে কালার খায় পাঙ্গাসে
ডিম পাড়ে মুরগি আর ব্যাথা পাই রাজা হাঁসে।
দুঃখ কমু কার কাছে?
টাকা নাইকা হাজার হাজার
চলো বাবা যাইয়া দেখি
কি অবস্থা কাঁচাবাজার।
ওই মিয়া হাত দিবেন না
মরিচের কেজি এক হাজার,
দেখতাছেন না মরিচ গার্ড
দিতে রাখছি বডি গার্ড।
এটা আবার কোন পাঠ
আলিফ লায়লার সিনবাদ,
যেটা ধরুম স্টক করুম
তায় তরকারি জিন্দাবাদ।
আশি টাকার বেগুন
বেগুনের অনেক গুন,
বেগুন নিয়া হইছে খুন
আমারে দেন ধুন্দুল।
পটল লন কফি লন
লাউ না হলে কদু,
তোর মুখে অনেক মধু
লাউ আর কদু
বউ আর বধু,
দুনো ডাই তো একি কথা
কি বুঝাস তুই চুদু।
সিন্ডিকেট কইরা হুজুর
অসাধুরা করলো ক্ষতি,
মূলা খাইয়া নাকে তুলা
দেওয়া ছাড়া নাইকো গতি।
জিনিসের দাম উর্ধ্বগতি
খাইতাসি তাই কচুর লতি,
তারপরেও ভালো আছি
কইরা খাই ইমামতি।
কথা সত্য কথা খাঁটি
আগুন লাগছে বাজারে,
থাকলে কিছু দিয়েন বাবা
দোহাই লেংটার মাজারে।
এই যে বাবা লেন
এই দানের বিনিময়ে বরকত বাড়াই দেন!
আল্লাহ রিজিক বাইরে দেন
আল্লাহ হায়াত বাড়ায় দেন।
দেশটা সোনা-রুপার পানি
দিয়া ধুইয়া মুছে দেন,
লাগলে আর দুই টাকা নেন
দোয়া মনের থাকা দেন।
নিজেই চালাই ভ্যান
কেমনে মাইনষেরে দিবো জ্ঞান?
লাগলে আর দুই টাকা নেন
দোয়া মনের থাকা দেন।
আজকা তোর মায়ে খাইছে আমারে
চাল, ডাল, নুন, তেল নাইকা সংসারে,
মাছ গোস হইবো না পাঁচশ হাজারে
যাই দেখি বাপে পুতে মিইল্লা বাজারে।
আজকা তোর মায়ে খাইছে আমারে
চাল, ডাল, নুন, তেল নাইকা সংসারে,
মাছ গোস হইবো না পাঁচশো হাজারে
যাই দেখি বাপে পুতে মিইল্লা বাজারে।