Bangla Dhadha 2023 – মজার ধাঁধা উত্তরসহ

Today we are going to share with you some fun Bangla Dhadha. Riddles are not very common nowadays, but earlier Riddles used to be held regularly in various chats.

Dhadha sessions are held only when people want to spend their free time laughing. But now maybe that opportunity does not become much for ordinary people. Because the free time that people are engaged in various types of work, if you spend this time in funny chats, it is enough of a Dhadha.

But now as the prevalence of Dhadha has decreased, many people do not know about Dhadha or new Dhadha, due to which we will introduce you to new Bangla Dhadha through this article.

We have mentioned enough Dhadha in this article. Which you can usually drink on holidays or during tiffin or any chat. From which each of you will spend this free time in a beautiful way.

So if you want to know funny Bangla riddles or want to laugh a little, stay with this article. If you read this complete article of ours carefully. In that case you will get various types of riddles and their answers.
So without further delay read this complete article of ours carefully and know the fun riddles.

Funny Bangla Dhadha

A Dhadha is basically a fun question whose answer is the real fun of the Dhadha. Dhadha questions usually consist of two to three lines. And the answer becomes very simple and familiar. But when the riddle is caught, almost everyone becomes obsessed with finding the answer.

And because of not finding the answer to the Dhadha, everyone has a lot of fun when the answer is figured out, which is the real fun of the Dhadha. So it seems that the Dhadha is a very difficult question but the answer is very simple. So to figure out the answer to this Dhadha requires intelligence.

Dhadha games also have many benefits. When you search for the answer to a Dhadha, your brain will engage in a variety of thoughts that will develop your intellect and intellect. So you all may have come to know how much Dhadha are useful for people.

প্রশ্নঃ তিন অক্ষরের নাম তার সবার ঘরে রয়, প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যবস্তু হয়। মাঝের অক্ষর ছেরে দিলে হয় গানের শোভা। শেষের অক্ষর বাদ দিলে ভয় তুমি পাবা?
উত্তরঃ বিছানা।

প্রশ্নঃ কাঁচাতে যেই ফল সর্বজনে খায়, পাঁকলে সেই ফল গড়াগড়ি যায়?
উত্তরঃ ডুমুর।

প্রশ্নঃ কোন জিনিস কাটলে বাড়ে?
উত্তরঃ পুকুর।

প্রশ্নঃ এমন কি জিনিস আছে ভাই, যা নিজের থাকা ভালো, পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো?
উত্তরঃ লজ্জা।

প্রশ্নঃ দাঁড়ায় না সে, বসে নাকো চলাই যে তার কাজ, তত্ত্ব তাহার যে না বোঝে মাথায় পড়ে বাজ?
উত্তরঃ সময়।

প্রশ্নঃ বর্ষাকালে তিন অক্ষরে আয়েশ করে খায়, কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায়?
উত্তরঃ খিচুড়ি।

প্রশ্নঃ পাকা নাই উড়ে চলে, মুখ নাই ডাকে, বুক ছিড়ে আলো ছুটে চিন কি তারে?
উত্তরঃ উড়োজাহাজ।

প্রশ্নঃ এমন কোন স্থান আছে, দেখতে যেথা পাই, মাকে দাদী, বৌকে মা, বাপকে বলে ভাই। উত্তরটা সোজা, একটু ভাবলেই পাবে, মাথায় হাত দিয়ে ভাই, কে এত ভাবে?
উত্তরঃ অভিনয় মঞ্চ।

প্রশ্নঃ হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খোলে, ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে।
উত্তরঃ লজ্জাবতী লতা।

প্রশ্নঃ পেট ভরে না তবু খায় সর্ব প্রাণি, প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়।
উত্তরঃ বাতাস।

প্রশ্নঃ নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয়, নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয়।
উত্তরঃ কাজল।

প্রশ্নঃ ফস করে রেগে যাই জ্বলি দপ করে, বাক্স এ সারি সারি ঘুমে থাকি পড়ে?
উত্তরঃ দেশলাই।

প্রশ্নঃ দশ মাথা এক হাত চলমান তাঁবু, রোদে-জলে তাঁবু মেলে হেটে যান বাবু।
উত্তরঃ ছাতা।

প্রশ্নঃ মাথা ৩ মুখ ১ ক্ষুধা মোটে পায়না,… খেতে দিলে খেতে থাকে পেট কিন্তু ভরে না।
উত্তরঃ মাটির চুলা।

প্রশ্নঃ চার পায়ে বসি মোরা, আট পায়ে চলি। বাঘও নই ভাল্লুকও নই আস্ত কাঁধে ঝুলি।
উত্তরঃ পালকি।

প্রশ্নঃ ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে?
উত্তরঃ ডিম।

প্রশ্নঃ কোন মূলের লাল ফুল?
উত্তরঃ শিমূল।

প্রশ্নঃ এতো বড় আঙিনা,,,,, ঝাড় দিয়েও কুলায় না। কতো ফুল ফুটে আছে,,,,, নাই তার তুলনা!
উত্তরঃ আকাশ ও তারা।

প্রশ্নঃ কোন জামা গাঁয়ে দেয় না?
উত্তরঃ পায়জামা।

প্রশ্নঃ হাঁড়ির ভিতর বালির ভিতর হাজার ছেলে নাচে, একটু পরই হয় সে খাবার তপ্ত চুলার আঁচে।
উত্তরঃ মুড়ি।

প্রশ্নঃ আন্ধার ঘরে থাকি আমি নড়াচড়া করি, একটুখানি খাবার পেলে খাবলে তাকে ধরি।
উত্তরঃ জিহ্বা।

প্রশ্নঃ আমি কাদাঁই, আমি হাসাই, নই আমি প্রাণি, আমায় দেখে সবাই ক্ষনিক ভোলে ব্যাথার বানী।
উত্তরঃ সিনেমা বা নাটক।

প্রশ্নঃ কান নাই মাথা নাই, পেট ভরে খায়, কাম নাই কাজ নাই, মাথা নিয়ে ঘুমায়।
উত্তরঃ বালিশ।

প্রশ্নঃ এতটুকু ঘরখানি চুনকাম করা কোনো মিস্ত্রির সাধ্য নাই ভাইঙ্গা আবার গড়া।
উত্তরঃ ঝিনুক।

প্রশ্নঃ চারি দিকে কাঁটা বেত মাথায় মুকুট খান সাহেব।
উত্তরঃ আনারস।

Usually, in the past, this Dhadha session was always held in the backyard or in friends’ chats. Through which long time could be spent easily. So if you want to have fun like that time. In that case they have to start trending and learn about new Dhadha.

So you can also learn the riddles published in this article and ask each other these riddles in your chat. It seems that you will be very happy. You can save all the grandfathers that you will notice in this article as soon as you need because we think that it is not easy for you to remember all these Dhadha that we have published in this article.

So if you want to remember all these metals later or share them with others. In that case, copy it or write it down in a notebook so that you can use the right Dhadha at the right time.

By now you may have read all the Dhadha published in this article. Also different types of Dhadha if you want to know or learn. In that case, you can easily find out by visiting our other posts. We are constantly publishing new Dhadha on this website. Which is generally preferred by every person. So we are all happy to introduce you to new Dhadha.