আগামী 18 আগস্ট সারা বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর একযোগে পবিত্র আশুরা পালন করতে চলেছে। সাধারণত মহররমের 10 তারিখ দিনটিকে বলা হয় ইয়াওমুল আশুরা। এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম এর আদরের নাতি হযরত হুসাইন রাজিয়াল্লাহু কে হত্যা করা হয়। মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এ দিনটি। যার কারণে হাদিস শরিফে প্রায় সব কিতাবের মহররম মাসের ফজিলত ও এ মাসের 10 তারিখ আশুরার রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে বর্ণিত একাধিক হাদিস রয়েছে।