Festivals
মহরম কত তারিখে ২০২২ | পবিত্র আশুরা ২০২২

বাংলাদেশের আকাশে গতকাল সোমবার পবিত্র মহররম মাসের চাদ দেখা যায়নি। যার কারণে আমরা নির্দ্বিধায় বলতে পারি মঙ্গলবার ৩০ দিনে পূর্ণ হতে চলেছে পবিত্র জিলহজ মাস আরবি ক্যালেন্ডারের সর্বশেষ মাস আরবি। আগামীকাল বুধবার হিজরি নববর্ষ তথা মহরম মাসের মাধ্যমে নতুন একটি বছরের শুরু হতে চলেছে।
যেহেতু মহররম মাস শুরু হতে চলেছে তাই লোকে মনে এখন প্রশ্ন হচ্ছে পবিত্র আশুরা কবে পালিত হবে অর্থাৎ ১০ শে মহরম কবে তা জানার জন্য লোকে মনে অনেক প্রশ্ন রয়েছে। তাদের এ প্রশ্নের উত্তর দিতে আমরা আজকের এই পোস্টটি সাজিয়েছি।
মহরম কত তারিখে ২০২২ – পবিত্র আশুরা ২০২২
আশুরা মানে ১০ । সাধারণত মহররম মাসের ১০ তারিখে আশুরা নামে পরিচিত। আরবি ক্যালেন্ডার এর সর্ব প্রথম মাস মহররম মাসের ১০ তারিখে পবিত্র আশুরা পালন করা হয়। যেহেতু গতকাল সোমবার পবিত্র মহররম মাসের চাঁদ কোথাও দেখা যায়নি এবং বুধবার থেকে হিজরী নববর্ষ শুরু হতে চলেছে তাই আমরা নির্দ্বিধায় বলতে পারে দশে মহরম অর্থাৎ ২০ শে আগস্ট ২০২২ পবিত্র আশুরা পালিত হতে চলেছে।

মহরম কত তারিখে হবে 2021
আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে মহরম কত তারিখে 2021 তা নিয়ে আমরা আজকের পোস্টটি সাজিয়েছি। সারা বিশ্বের মুসলমানদের জন্য এটি একটি বেদনা দিন। মধ্যপ্রাচ্যের দেশগুলো পাশাপাশি বাংলাদেশের এ দিনটি পালন করা হয়ে থাকে তাই অনেকে এমন প্রশ্ন করেন দশে মহরম 2021 আগস্ট মাসেই হচ্ছে কিনা।
ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী বাংলাদেশের আকাশে গতকাল সোমবার পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি অর্থাৎ মঙ্গলবার 30 দিন পূর্ণ হবে পবিত্র জিলহজ মাস এবং বুধবার থেকে হিজরী নববর্ষ তথা মহররম মাস শুরু হবে এই হিসেবে আগামী দশই মহররম অর্থাৎ 20 আগস্ট পবিত্র আশুরা পালিত হবে।
মহররম মাসের ইতিহাস – ১০ই মহররমের ইতিহাস – আশুরার ইতিহাস
মুহাররম মাসের ইতিহাস বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে মুসলিম সম্প্রদায়ের জন্য দশে মহরম ইতিহাসে খুব শোকাবহ এবং তাৎপর্যপূর্ণ একটু দেন। কেননা এদের নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হন।
এছাড়াও আশুরার ইতিহাস বিশ্লেষণ করলে আরো দেখতে পাই যে এই দিনটি অন্যান্য বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে এ দিনের পৃথিবীর প্রথম মানুষ অর্থাৎ হযরত আদম আলাই সাল্লাম কে সৃষ্টি করা হয়েছিল তাছাড়া পবিত্র আশুরার দিনে আসমান যমীন সৃষ্টি করা হয় বলে ধারণা করা হয়েছে।