বছর ঘুরে বাংলাদেশে আবার শীতকাল চলে এসেছে। এই শীতকালে আমাদের দেশের মানুষের অসুখ-বিসুখ অনেকাংশে বেড়ে যায় বিশেষ করে সর্দি-কাশি জ্বর এ সকল ব্যাধি দেখা দেয়। সর্দি কাশি কারো কারো প্রতিনিধি দিনের একটি সমস্যা হতে পারে কিন্তু শীতের সময়ে মানুষের সবচেয়ে বেশি সর্দি কাশি দেখা দেয়। সর্দি কাশি হলে আমাদের বিরক্তিকর একটি অবস্থা দেখা দেয় আমাদের নাক বন্ধ হয়ে থাকে এবং এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ খেতে চাই।
আপনি সর্দিতে আক্রান্ত হলে আপনি সর্বদা চাইবেন যে একটি ভাল কোন ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে যে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন আকারে কোন ওষুধের নাম উল্লেখ করবে। আগের দিনে মানুষ ডাক্তারের সাথে তেমন দেখা না করলেও তারা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সর্দি কাশি এগুলোর রোগ নিরাময় করতে পারতো। কিন্তু বর্তমানে আমরা ওষুধের উপর এতটা বেশি নির্ভর হয়েছি যে আমরা সামান্য সর্দির জন্য এখন ডাক্তারের পরামর্শ গ্রহণ করি।
আপনি সর্দিতে আক্রান্ত হয়েছেন এবং এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে চাচ্ছেন কিন্তু কোন এক কারণে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারছেন না। এ অবস্থায় আপনি বিরাট সমস্যা সম্মুখীন হয়েছেন আপনার সর্দি ভালো করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে আপনি ইন্টারনেটে সর্দি ভালো করার যে সকল ট্যাবলেট গুলো রয়েছে সেগুলো জানতে চাইবেন।
আমরা আপনাদের প্রথমেই বলে রাখি যে আমরা এখানে সর্দির বেশ কিছু ট্যাবলেটের নাম উল্লেখ করেছি এবং এগুলো কিভাবে খেতে হবে সে সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছি। তবে আপনাদের অবগতির জন্য বলতে চাই যে আমাদের এখানে যে সকল ট্যাবলেটের নাম দেওয়া হয়েছে এবং খাবার নিয়ম দেওয়া হয়েছে সেগুলো ডাক্তারের পরামর্শ মতেই দেওয়া হয়েছে তবুও আপনাকে আমরা বলতে চাই যে আপনি অবশ্যই এ সকল ট্যাবলেট খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
সর্দির ট্যাবলেট এর নাম
বর্তমান বাজার অনুসারে বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো এখন তাদের বিভিন্ন ধরনের ট্যাবলেট বের করছে। এ সকল ট্যাবলেট গুলোর পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এখন আমরা খুব সহজে খেতে পারি এই অবস্থায় আপনি হয়তো ভাবছেন যে আপনার সর্দি দূর করার জন্য যত তাড়াতাড়ি পারেন চেষ্টা করছেন। তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে মহান আল্লাহ তা’আলা ছাড়া কোন রোগ সহজে মুক্তি পাওয়া সম্ভব নয় যার কারণে সর্দিহ অথবা জ্বর যে কোন রোগ থেকে পাওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে।
অতঃপর আপনি আপনার নিকটস্থ যে কোন একটি ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন যে আপনাকে সঠিক চিকিৎসা দিতে পারে। তবে বাংলাদেশের স্বনামধন্য যেসকল ডাক্তার রয়েছে তাদের দেওয়া পরামর্শ মতে আমরা বর্তমান বাজারে যেসকল সর্দির ট্যাবলেট রয়েছে তার বিশেষ কিছু তালিকা শেয়ার করেছি এবং এ সকল ট্যাবলেট গুলো আপনি চাইলে যে কোন ওষুধের দোকান থেকে সহজে ক্রয় করতে পারবেন।
হিস্টাসিন (Histachin) ★হিস্টালেক (Histalex) ★ফেক্সো (Fexo 60) ★ডেসলর (Dslor) ★এন্টিবায়টিক (Antibiotic) ★এইস প্লাস (Ace +) ★নিওসিলর (Neocilor) ★নাপা এক্সটেন্ড (Napa Extend) ★ফিলামেক্স ( Flamex 400) ★মেটরিল ( Metril)
সর্দির ট্যাবলেট এর নাম স্কয়ার সর্দির ট্যাবলেটগুলোর মধ্যে স্কয়ার কোম্পানির যে ট্যাবলেট আছে সেগুলো কয়েকটা নাম নিচে দেওয়া হলো — ★Carva (75) ★Cefotil (250) ★Cefotil Plus ★Cinaron ★Cinaron Plus
আমরা বর্তমান বাজার অনুসারে যে কয়েকটি সর্দির ট্যাবলেট রয়েছে তার একটি তালিকা শেয়ার করেছে এবং এর তালিকা থেকে আপনার সুবিধামতো এবং আপনার বাজেটের মধ্যে যে ট্যাবলেটটি ক্রয় করার সক্ষমতা রয়েছে সেটি যত তাড়াতাড়ি সম্ভব ক্রয় করে খেতে পারেন। আমরা বরাবরের মতো আপনাদের সাথে এখানে সর্দির ট্যাবলেটের নাম উল্লেখ করেছি এবং এগুলো কোন কোন কোম্পানি থেকে বিক্রি করা হয় সে সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছে। আমরা মনে করছি যে আপনি এ ট্যাবলেট গুলো খাওয়ার চেষ্টা করবেন এবং তাড়াতাড়ি রোগ থেকে মুক্তি লাভ করুন।
বিশেষ দ্রষ্টব্য: আপনাদের অবগতির জন্য আমরা বলতে চাই যে কোন ঔষধ খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ওষুধ খাওয়া সঠিক নয়।